কোন কোন রাজ্যে আসন কমবে বিজেপি-র? জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর

নয়াদিল্লি: লোকসভা ভোটের ফলাফল কী? ফের ভবিষ্যদ্বাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর Prashant Kishor৷ কোন কোন রাজ্যে বিজেপি খারাপ ফল করবে, দিলেন সেই ইঙ্গিতও৷ অনেক…

নয়াদিল্লি: লোকসভা ভোটের ফলাফল কী? ফের ভবিষ্যদ্বাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর Prashant Kishor৷ কোন কোন রাজ্যে বিজেপি খারাপ ফল করবে, দিলেন সেই ইঙ্গিতও৷

অনেক দিন আগেই পিকে জানিয়েছিলেন যে, বিজেপি ২০২৪-এর লোকসভা ভোটে কোনও ভাবেই ৩৭০ আসন পাবে না। ২৭০ আসনের নীচেও নামবে না৷ ম্যাজিক ফিগারের আশপাশেই থাকবে গেরুয়া শিবিরের আসনের সংখ্যা।

 

কোন কোন রাজ্যে আসন কমবে BJP-র?

পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলি যেমন, বিহার, ওডিশা, বাংলা, তামিলনাড়ু, তেলঙ্গানা, কেরালা এবং অন্ধ্র প্রদেশ থেকে মোট ৫০টি আসন রয়েছে বিজেপি’র ঝুলিতে৷ পিকে মনে করছেন, এর মধ্যে কয়েকটি রাজ্যে বিজেপি-র আসন সংখ্যা বাড়বে৷ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদবের কথায়, এবার বিজেপি ২৭২টি আসন নাও পেতে পারে৷ ২৬৮-তেই খামতে হতে পারে পদ্ম শিবিরকে। তবে বিজেপি যে ক্ষমতায় ফিরছে, সেটা নিশ্চিত।’

 

পিকে-র কথায়, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রে আসন কমতে পারে বিজেপি’র। তিনি বলেন, ‘মহারাষ্ট্রে যদি বিরোধীরা ২০ থেকে ২৫টি আসনে জিতে যায়, তাহলে বিজেপি কিছুটা ব্যাকফুটে থাকতে পারে। এই মুহূর্তে মহারাষ্ট্রে বিজেপি-র দখলে রয়েছে ২৩ আসন। উত্তর প্রদেশে বিজেপি’র আসন কমতে পারে বলেও অনেকের অনুমান৷ ২০১৪ সালের তুলনায় ২০১৯ সালে বিহার এবং উত্তর প্রদেশে ২৫টি আসন হারাতে হয়েছিল বিজেপি’কে। সে বার জোট বেঁধে লড়েছিল সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি৷ রাজনৈতিক মহলের একাংশের অনুমান, বিজেপি উত্তর প্রদেশে ২০টি আসনে হারতে পারে। এই সংখ্যাটা ৪০ থেকে ৫০ হলে পরিস্থিতি অনেকটাই প্রতিকূল হয়ে যাবে।’ পিকে আরও বলেন, ‘অনেকে আবার মনে করছেন রাজস্থান এবং হরিয়ানাতেও বিজেপি’র জামাডোল হতে পারে। যদিও আমার সেটা মনে হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *