সরাসরি রাজনীতি আসছেন প্রশান্ত? ক্যাম্পেনের উপদেষ্টা পদ থেকে ইস্তফা পিকে-র

সরাসরি রাজনীতি আসছেন প্রশান্ত? ক্যাম্পেনের উপদেষ্টা পদ থেকে ইস্তফা পিকে-র

নয়াদিল্লি: ২ মে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশের পরেই তিনি জানিয়েছিলেন পলিটিক্যাল কনসালটেন্সি আর করবেন না৷ তবে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি প্রশান্ত কিশোর৷ এরই মধ্যে এনসিপি প্রধান শরদ পাওয়ার ও কংগ্রেস সাংসদ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেন পিকে৷ রাহুল তাঁকে কংগ্রেসের যোগ দেওয়ার প্রস্তাব দেন বলেও খবর৷ সেই জল্পনাকেই এবার যেন উস্কে দিলেন প্রশান্ত কিশোর নিজে৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মুখ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন তিনি৷ বৃহস্পতিবার চিঠি লিখে ক্যাপ্টেনকে সে কথা জানা পিকে৷ 

আরও পড়ুন- ত্রিপুরায় অভিষেককে ‘খুনে’র চেষ্টা করেছে BJP, ডিজিপি-কে চিঠি তৃণমূলের

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে পিকে লিখেছেন, ‘আমি রাজনীতি থেকে সাময়িক বিরতি চাই৷ সেটা আপনি জানেন৷ তাই আপনার মুখ্য উপদেষ্টার দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দিন৷ আমি আমার আগামী দিনে নিজের ভবিষ্যৎ এখনও ঠিক করে উঠতে পারিনি৷ তাই অব্যাহতি চাইছি৷’’ প্রসঙ্গত, বাংলার নির্বাচন চলার সময়েই প্রশান্ত কিশোরকে নিজের মুখ্য উপদেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী৷ পঞ্জাবে কিছুদিন কাজও করেছিলেন পিকে৷ কিন্তু নভজ্যোত সিং সিধুকে পঞ্জাব কংগ্রেসের রাজ্য সভাপতি করার পরেই ক্যাপ্টেনের গুরুত্ব কমেছে পঞ্জাবে৷ আগামী নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী থাকবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে৷ এই অবস্থায় প্রশান্ত কিশোরের সরে দাঁড়ানোর সিদ্ধান্তও নিশ্চিত ভাবে উল্লেখযোগ্য৷ 

আরও পড়ুন- দিল্লিতে মুকুল রায়ের বাড়ি ধরে রাখতে তৎপর তৃণমূল, সরাতে ব্যস্ত বিজেপি

সেই সঙ্গে আরও একটি প্রশ্ন উঠেছে, তবে কি এবার সরাসরি রাজনীতিতে যোগ দিতে চলেছেন পিকে? রাহুল তাঁকে বলেছিলেন, ‘আপনি সাহায্য করতে চাইলে দলে যোগ দিন৷’ সেই প্রস্তাব কি মেনে নেবেন প্রশান্ত৷ যদিও এর জন্য কিছু শর্ত রেখেছেন তিনি৷ কংগ্রেসে যোগ দিলে বদলে ফেলা হবে দলের খোলনলচে৷ তৈরি করা হবে নতুন সংসদীয় বোর্ড৷ অন্যদিকে, অনেক দলীয় নেতা আবার প্রশান্তকে দলে নিতে আপত্তি জানিয়েছেন বলেও জানা গিয়েছে৷ এই রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশান্ত কিশোরের ইস্তফা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 4 =