সাংবাদিক বৈঠকে জল্পনা বাড়ালেন প্রশান্ত, রাজনৈতিক দল নিয়ে কী বার্তা দিলেন ভোটকুশলী?

e42b68fa4e0965aaa864cb0b4a0749a2

পাটনা: দল ঘোষণার জল্পনার মাঝেই পটনায় সাংবাদিক বৈঠকে ভোট কুশলী প্রশান্ত কিশোর। সাফ জানালেন, তিনি আজ কোনও রাজনৈতিক দলের ঘোষণা করবেন না৷ পিকে’র কথায়, আমার নিজস্ব রাজনৈতিক দল বলে কিছু হবে না। মানুষ যদি আমার লক্ষ্যের সঙ্গে একমত হয়, তাঁরা যদি মনে করেন তবে রাজনৈতিক সংগঠন হবে৷  তিনি মনে করছেন, অগাস্ট কিংবা সেপ্টেম্বরের মধ্যেই এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। 

আরও পড়ুন- স্কুলে ঢুকে দুই ছাত্রীকে নগ্ন করল দুষ্কৃতী! অভিযোগ শুনে প্রিন্সিপালের বক্তব্য, ‘ভুলে যাও’

এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের ভোট বৈতরণী পার করার দায়িত্ব সামলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সম্প্রতি মাথাচাড়া দিয়েছিল তাঁর কংগ্রেস যোগের জল্পনা৷ সেই জল্পনায় জল পড়তেই শোনা যায় নিজের রাজনৈতিক দল আনছেন পিকে৷ শুরুটা করবেন নিজ রাজ্য বিহার থেকে৷  গত ২ মে সেই জল্পনা উস্কে দিয়ে একটি টুইটও করেন তিনি। এই টুইটে ‘জন সূরয’ নামে একটি নাম উল্লেখ করেছিলেন ভোটকুশলী। যা জল্পনার আগুনের ঘৃতাহুতি দেয়৷ সেই সঙ্গে ‘জন সূরয’ শব্দটির ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ‘জনতার জন্য সুশাসন।’ পিকের সেই টুইটের তিন দিন পর বৃহষ্পতিবার ৫ মে পাটনায় সাংবাদিক বৈঠকে বসলেন ভোট কুশলী৷  সেখানে তিনি স্পষ্ট জানালেন, ‘জন সূরয’ আসলে একটি ভাবনা। কোনও রাজনৈতিক দলের নাম নয়। বিহারের মানুষের উন্নতির কথা বলবে ‘জন সূরয’। এখনও দেশের পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে ধরা হয় বিহারকে৷ ‘জন সূরয’ বিহারকে দেশের প্রথম দশ রাজ্যে নিয়ে আসার কথা ভাববে৷

পিকে আরও জানান, বিহার জুড়ে তিন হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে ঘুরবেন তিনি৷ তাঁর কথায়, ‘‘এই পদযাত্রার মাধ্যমে আগামী তিন-চার মাসে ১৭ থেকে ১৮ হাজার মানুষের সঙ্গে কথা বলা হবে৷ তাঁরা যদি চান, তবেই রাজনৈতিক দল  হবে। তবে কোনও রাজনৈতিক দল যদি তৈরিও হয়, তাঁর সর্বেসর্বা হব না আমি। দলের সদস্য হব মাত্রা৷’’ কংগ্রেস প্রসঙ্গে তাঁর বক্তব্য, কংগ্রেস আমার পরামর্শ চেয়েছিল৷ এর জন্য ধন্যবাদ জানাই৷ তবে আমি সমাধানের যে পথ বলেছিলাম, তাতে তারা সহমত হননি। আমি বলেছিলাম কংগ্রেস সভানেত্রীর নেতৃত্বে একজন এক্সিকিউটিভ নিয়োগ করা হোক। যিনি এই সমস্যার সমাধান করবেন। সেই দাবি না মানায় আমি সরে এসেছি। 

বিহারের সামাজিক রাজনীতির সঙ্গে যুক্ত ২০ হাজার ওয়াকিবহাল মানুষের সঙ্গে আগামী ৩ মাস কথা বলা হবে। প্রশান্তের কথায়, তাঁরা যদি তাঁর ‘জন সূরয’-এর ভাবনার সঙ্গে সহমত হন তবেই সেই লক্ষ্য পূরণে একটি রাজনৈতিক দল গড়ে তোলা হবে। প্রশান্ত বলেন, ‘‘ভোট আমার লক্ষ্য নয়। লোকসভা ভোটকে সামনে রেখে পদযাত্রা করছি না৷ ’’ ভোট কুশলী বলেন, ‘‘ভোটে জেতার কৌশল আমার জানা আছে৷ এর জন্য আমি মানুষের সঙ্গে কথা বলার উদ্যোগ নিতাম না। ভোটে জেতার জন্য যা করণীয় সেটুকুই শুধু করতাম।’’