নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোর বিধানসভা নির্বাচনের অনেক আগেই দাবি করেছিলেন যে বাংলায় বিজেপি ১০০ আসন পাবে না। যদি পারে তাহলে তিনি নিজের কাজ ছেড়ে দেবেন বলে একাধিকবার দাবি করেছিলেন এবং সেই নিয়ে টুইট পর্যন্ত করেছিলেন। আপাতত বাংলার ভোটের হাওয়া তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এবং প্রশান্ত কিশোর তার চ্যালেঞ্জ জিততেই চলেছেন। কিন্তু তাও নিজের কাজ ছেড়ে দিলেন তিনি! এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি এতদিন যা কাজ করছিলেন সেটা আর করবেন না।
কিশোর জানান, তিনি এতদিন যা করছিলেন তা আর করতে চান না এবার একটু সময় চান নিজের জন্য। এখন অন্য কিছুর দিকে নজর দিতে চান তাই যে কাজ এতদিন ধরে করছিলেন তা তিনি ছেড়ে দিচ্ছেন। যদিও তিনি পরিষ্কার করে বলেননি যে তিনি আবার রাজনীতিতে ফেরত যাবেন কিনা। প্রশান্তের কথায়, বাংলার নির্বাচনের প্রেক্ষিতে তিনি যা বলেছিলেন সেটাই অক্ষরে অক্ষরে মিলে যেতে চলেছে। ফলাফল একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষে। সেই ব্যাপারে কারও কোন সন্দেহ নেই। কিন্তু তিনি নিজে এতদিন যা কাজ করছিলেন তা নিজের ইচ্ছাতেই ছেড়ে দিতে চাইছেন। তাই চ্যালেঞ্জ জেতার পরেও ভোট কুশলীর কাজ ছেড়ে দিলেন প্রশান্ত কিশোর।