করুণ পরিস্থিতিতেও আত্মপ্রচার আর মিথ্যাচার করছে কেন্দ্র! আক্রমণ ‘পিকে’র

করুণ পরিস্থিতিতেও আত্মপ্রচার আর মিথ্যাচার করছে কেন্দ্র! আক্রমণ ‘পিকে’র

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টিকে একাধিকবার আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোর। নির্বাচনের প্রেক্ষিতে যে চ্যালেঞ্জ নিয়েছিলেন তা অত্যন্ত সহজ ভাবে জিতে গিয়েছেন তিনি। এরপরে যেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর ক্ষোভ আরো বেশি করে প্রকাশ পাচ্ছে। নির্বাচনী আবহে নির্বাচন কমিশনকে অনৈতিক ভাবে ব্যবহার করার অভিযোগ তিনি তুলেছিলেন বিজেপির বিরুদ্ধে। এবার ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তুলোধনা করলেন প্রশান্ত কিশোর। দাবি করলেন, দেশের এই রকম করুণ পরিস্থিতির মধ্যেও কেন্দ্রীয় সরকার মিথ্যাচার করে চলেছে।

প্রশান্ত কিশোরের বক্তব্য, করোনাভাইরাস পরিস্থিতির জন্য গোটা দেশে শোকের আবহ। কিন্তু এর মধ্যেও কেন্দ্রীয় সরকার মিথ্যাচার এবং আত্মপ্রচারের চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত যা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক ব্যাপার। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোর টুইট করে বলেছেন, ”গোটা দেশ যখন শোকস্তব্ধ, চারিদিকে যখন স্বজন হারানোর আর্তনাদ, সেই পরিস্থিতিতেও আশা জোগানোর নামে মিথ্যাচার এবং আত্মপ্রচারের চেষ্টা চলছে। আশাবাদী হওয়ার জন্য সরকারের অন্ধ প্রচারক না হলেও চলবে আমাদের”। আসলে দৈনিক পরিসংখ্যান সামনে আসার পর সকালে পরীক্ষা বাড়ানোর কৃতিত্ব নেটমাধ্যমে তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সেই ইস্যুতেই নাম না নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন তিনি। 

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোর বিধানসভা নির্বাচনের অনেক আগেই দাবি করেছিলেন যে বাংলায় বিজেপি ১০০ আসন পাবে না। যদি পারে তাহলে তিনি নিজের কাজ ছেড়ে দেবেন বলে একাধিকবার দাবি করেছিলেন এবং সেই নিয়ে টুইট পর্যন্ত করেছিলেন। তবে চ্যালেঞ্জ জিতেও কাজ ছেড়েছেন প্রশান্ত কিশোর। তিনি জানিয়েছিলেন, তিনি এতদিন যা করছিলেন তা আর করতে চান না, এবার একটু সময় চান নিজের জন্য। এখন অন্য কিছুর দিকে নজর দিতে চান তাই যে কাজ এতদিন ধরে করছিলেন তা তিনি ছেড়ে দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =