ইভিএমে কারচুপি ইস্যুতে এবার মুখ খুললেন প্রণব

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পর ইভিএম বদল নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের দুই প্রান্তের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও রাবরি দেবী৷ এবার সবাইকে চমকে দিয়ে ইভিএমে কারচুপি ইস্যুতে মুখ খুলতে বাধ্য হলেন খোদ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ তাঁর স্পষ্ট বক্তব্য, ইভিএমের নিরাপত্তার দায়িত্ব কমিশনের৷ এ ব্যাপারে সন্দেহ নিরসনের দায়ও কমিশনের৷ যদিও, সোমবার দিল্লিতে দাঁড়িয়ে

ইভিএমে কারচুপি ইস্যুতে এবার মুখ খুললেন প্রণব

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পর ইভিএম বদল নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের দুই প্রান্তের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও রাবরি দেবী৷ এবার সবাইকে চমকে দিয়ে ইভিএমে কারচুপি ইস্যুতে মুখ খুলতে বাধ্য হলেন খোদ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷

তাঁর স্পষ্ট বক্তব্য, ইভিএমের নিরাপত্তার দায়িত্ব কমিশনের৷  এ ব্যাপারে সন্দেহ নিরসনের দায়ও কমিশনের৷ যদিও, সোমবার দিল্লিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশংসা করেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ কমিশনকে প্রশংসার ২৪ ঘণ্টার মধ্যেই ফের কমিশনকে কাঠগড়ায় তুলে মহাজোটের পালে বেশ খানিকটা হাওয়া জোগালেন প্রণববাবু৷

মঙ্গলবার দুপুরে একটি বিবৃতি প্রকাশ নিজের অবস্থান জানান প্রণববাবু৷ ওই বিবৃতিতে তিনি বলেন, এমন কিছু করা ঠিক না যা গণতন্ত্রের ভিতটাকেই নড়িয়ে দিতে পারে। এ কথা মাথায় রাখতে হবে, জনমত হল সবার উপরে। এর পরেই তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেন প্রাক্তন রাষ্ট্রপতি৷ নির্বাচন কমিশনের প্রসঙ্গে তিনি সোমবার বলেছিলেন, প্রতিষ্ঠান এক দম ঠিক কাজ করেছে৷ এটা হামেশাই হয়, যারা কাজ জানে না তারা যন্ত্রের উপর দোষ চাপায়৷ কিন্তু এদিন তিনি বলেন, প্রতিষ্ঠানে যারা কাজ করেন, তারাই ঠিক করেন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কী ভাবে কাজ করবে। সুতরাং এ ক্ষেত্রে দায় হল কমিশনের। তারা যেন সে কথা মাথায় রাখে এবং সব রকম জল্পনার অবসান ঘটাতে যা করণীয় তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =