প্রণব মুখোপাধ্যায়ের বই প্রকাশকে কেন্দ্র করে টুইট যুদ্ধে অভিজিৎ-শর্মিষ্ঠা

প্রণব মুখোপাধ্যায়ের বই প্রকাশকে কেন্দ্র করে টুইট যুদ্ধে অভিজিৎ-শর্মিষ্ঠা

কলকাতা: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের লেখা বই নিয়ে প্রকাশ্যে দ্বৈরথ৷ বাকযুদ্ধে জড়ালেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এবং মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ একদিকে অভিজিৎ বলছেন, এই মুহূর্তে বইটি প্রকাশনার কাজ বন্ধ রাখা হোক৷ অন্যদিকে বই প্রকাশের কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন শর্মিষ্ঠা৷ ভাইবোনের এই তরজায় সরগরম সোশ্যাল মিডিয়া৷ 

আরও পড়ুন- ফাঁস হয়ে গেল রজনীকান্তের রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন

অভিজিতের বক্তব্য, প্রকাশিত হওয়ার আগে এই বইয়ের পাণ্ডুলিপি তিনি নিজে খতিয়ে দেখবেন৷ বই আকারে এই আত্মকথা প্রকাশ বা এক কোনও অংশ প্রকাশের আগে লিখিত ভাবে তাঁর অনুমতি নিতে হবে বলেও টুইট করে জানিয়েছেন অভিজিৎ৷ তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মাত্র কয়েকটি সংবাদপত্রে এই আত্মকথার সারাংশ প্রকাশ করা হয়েছে৷ যা যথেষ্ট অস্বস্তিকর৷ পুত্র হিসাবে এই বই প্রকাশের আগে তাঁর চূড়ান্ত অনুমতির প্রয়োজন আছে৷ 

সোশ্যাল মিডিয়া তাঁর এই বক্তব্যের পাল্টা জবাব দেন শর্মিষ্ঠা৷ তিনি বলেন, সস্তা প্রচার পেতেই বাবার আত্মজীবনী প্রকাশে বাধা দিচ্ছেন অভিজিৎ৷ তাঁর বাবার লেখা বই প্রকাশে বাধা সৃষ্টি না করার অনুরোধও জানান তিনি৷ শর্মিষ্ঠা জানান, অসুস্থ হওয়ার আগেই বইটির পাণ্ডুলিপি সম্পন্ন করেছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ চূড়ান্ত খসড়াতে প্রাক্তন রাষ্ট্রপতির হাতে লেখা নোট ও মন্তব্য রয়েছে৷ যা অক্ষরে অক্ষরে মেনে চলা হয়েছে বলেও তিনি জানান৷ 

আরও পড়ুন- এবার আরও চড়া রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

বেশ কয়েক বছর আগেই প্রকাশ্যে আসে প্রণব মুখোপাধ্যায়ের আত্মকথা ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস’ এর প্রথম খণ্ড৷ দ্বিতীয় খণ্ডটি এখনও অপ্রকাশিত৷ এই বইয়ের সরণী বেয়ে ঢুকে পড়া যায় দিল্লির রাজনীতির অলিন্দে৷ ২০১৪ সালে লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির জন্য সোনিয়া ও মনমোহনকেই দায়ী করেছিলেন তিনি৷ তাঁর এই মতামতকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল দিল্লি৷ ২০০৪ সালে তাঁর প্রধানমন্ত্রী হওয়া নিয়েও কংগ্রেসের অন্দরে যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল, তারও উল্লেখ রয়েছে ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস’ এর দু’মলাটে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 12 =