এসি ঘরে বসে রামমন্দিরের রাজনীতি না করে পথে নামার প্রকাশ রাজের

নয়াদিল্লি: দিল্লি আর লখনউয়ের এসি ঘরে বসে রামমন্দির নিয়ে রাজনীতি করছে একদল। একবার দেখে আসুন কিভাবে রাস্তায় খোলা আকাশের নিচে কাটছে অযোধ্যার মানুষের জীবন। সংবাদিকদের উদ্দেশে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। এবারের লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে চলেছেন তিনিও। এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ফের মন্দির রাজনীতি নিয়ে সরব হন তিনি। নাম না

40b9bb7aeba669053d807cef8f933c28

এসি ঘরে বসে রামমন্দিরের রাজনীতি না করে পথে নামার প্রকাশ রাজের

নয়াদিল্লি: দিল্লি আর লখনউয়ের এসি ঘরে বসে রামমন্দির নিয়ে রাজনীতি করছে একদল। একবার দেখে আসুন কিভাবে রাস্তায় খোলা আকাশের নিচে কাটছে অযোধ্যার মানুষের জীবন। সংবাদিকদের উদ্দেশে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ।

এবারের লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে চলেছেন তিনিও। এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ফের মন্দির রাজনীতি নিয়ে সরব হন তিনি। নাম না করেও সমালোচনা করেন বিজেপির। বলেন, দিল্লি-লখনউয়ের এসি ঘরে বসে একদল মন্দির নির্মাণের রাজনীতি করে চলেছে। অথচ, সেই মন্দিরের শহরের মানুষেরই মাথায় ছাদ নেই। রাস্তায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন তাঁরা। এই রাম রাজ্যই কি চেয়েছিল মানুষ। সাংবাদিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আমার কথায় বিশ্বাস না হলে নিজেরাই গিয়ে ঘুরে আসুন। যাচাই করুন, কে মিথ্যা বলছে আর কে সত্য বলছে। সেই সঙ্গে বেঙ্গালুরু নির্বাচনী এলাকা থেকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন বলেও জানিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *