নয়াদিল্লি: বিভিন্ন ইস্যু নিয়ে বিরোধী দলের নেতারা একে অপরকে কটাক্ষ করতেই থাকেন। কিন্তু কখনো কখনো সেই আক্রমণ এতটাই ব্যক্তিগত হয়ে যায় যে দল নির্বিশেষে সমালোচনা শুরু হয়। এবারে ঠিক একই রকম ঘটনা ঘটালেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে এমন মন্তব্য করলেন যাতে নিন্দার ঝড় সর্বত্র। একেবারে ব্যক্তিগত আক্রমণ করে বললেন, রাহুলকে নাকি কোনো মেয়ে বিয়ে করতে চায় না, তাঁকে দেখে সবাই হাসে।
ভোপালে এক জনসভা করে কংগ্রেসকে আক্রমণ করার সময় রাহুল গান্ধীকে এই ভাবেই ব্যক্তিগত আক্রমণে বিদ্ধ করেন গেরুয়া সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তিনি বলেন, একবার নাকি বেশ কয়েকজন কলেজ ছাত্রীকে প্রশ্ন করা হয় তারা রাহুল গান্ধীর মত কাউকে বিয়ে করবে কিনা। সেই প্রশ্নের উত্তরে নাকি সবাই হাসে। এই প্রসঙ্গেই প্রজ্ঞা বলেন, রাহুলের মত কাউকে কোন মেয়ে বিয়ে করতে চায় না এমনকি বাচ্চারাও তার মত কাউকে দেখলে হাসে! প্রজ্ঞার কটাক্ষ, এই ধরনের মানুষ দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু মনে রাখতে হবে তাদের কোনো রকম যোগ্যতা নেই। একইসঙ্গে রাহুল গান্ধীর জ্ঞান এবং সংস্কৃতির নেই বলেও আক্রমণ করেন বিজেপির বিতর্কিত সাংসদ। উল্লেখ্য, এর আগেও রাহুল গান্ধীকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন প্রজ্ঞা সিং ঠাকুর। তাঁর মন্তব্য ছিল, বিদেশিনীর গর্ভে জন্ম নেওয়া কেউ দেশ প্রেমিক হতে পারে না। সেবারও ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায় দেশজুড়ে।
সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতি,লকডাউন এবং বেকারত্ব ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে মুহুর্মুহু আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পরবর্তী সময় থেকে ইস্যুভিত্তিক আক্রমণ কংগ্রেস এবং রাহুল গান্ধীকেও সহ্য করতে হয়েছে বিজেপির তরফে। তবে এইভাবে ব্যক্তিগত আক্রমণের নিন্দা করছে সব দলই। তাই এখন বিজেপি সংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের বিরুদ্ধে দলের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় কিনা তার দিকে নজর থাকছেই।