প্রয়াগের কুম্ভমেলা নিয়ে শুরু জোর বিতর্ক, কেন জানেন?

লখনউ: অর্ধ না পূর্ণ। প্রয়াগের কুম্ভমেলা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় সমাবেশের নাম কুম্ভ ২০১৯ হবে, না অর্ধ কুম্ভ ২০১৯ হবে, তা নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজাও আরম্ভ হয়ে গিয়েছে। গঙ্গা, যমুনা ও লুপ্ত সরস্বতীর সঙ্গমে আগামি ১৫ জানুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে কুম্ভমেলা। প্রথাগতভাবে প্রতি ৬ বছর অন্তর যে কুম্ভ

প্রয়াগের কুম্ভমেলা নিয়ে শুরু জোর বিতর্ক, কেন জানেন?

লখনউ: অর্ধ না পূর্ণ। প্রয়াগের কুম্ভমেলা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় সমাবেশের নাম কুম্ভ ২০১৯ হবে, না অর্ধ কুম্ভ ২০১৯ হবে, তা নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজাও আরম্ভ হয়ে গিয়েছে। গঙ্গা, যমুনা ও লুপ্ত সরস্বতীর সঙ্গমে আগামি ১৫ জানুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে কুম্ভমেলা।

প্রথাগতভাবে প্রতি ৬ বছর অন্তর যে কুম্ভ হয়, তা অর্ধ কুম্ভ। ১২ বঠর অন্তর যে কুম্ভ হয়, তা পূর্ণ কুম্ভ। প্রতি ১৪৪ বছরে হয় মহাকুম্ভ। হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, এই বিবাদের শুরু ১২ ডিসেম্বর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কুম্ভমেলার লোগো উদঘাটনের সময় অর্ধ কুম্ভকে কুম্ভ বলে বর্ণনা করেন। ২২ ডিসেম্বর রাজ্য বিধানসভায় প্রয়াগরাজ মেলা অথরিটি বিল পেশ করার সময়ও কুম্ভ বলেই উল্লেখ করা হয়।

সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেছেন, অর্ধ কুম্ভ নিয়ে সরকারের রাজনীতি করা উচিত নয়। রামগোবিন্দ গোস্বামীর মতে, রাজ্য সরকার বেদ উপনিষদের অবমাননা করছে। কংগ্রেসের বুদ্ধিজীবী সেলের চেয়ারম্যান সম্পূর্ণানন্দের মতে, কুম্ভকে অন্য নামে ডাকা যায় না। এই কুম্ভ অর্ধ কুম্ভ। বিজেপির কথা, যখন সরকারের পক্ষ থেকে কুম্ভমেলাকে ঘিরে দেশিবিদেশি পর্যটকদের টেনে এনে রাজস্ব বাড়ানোর প্রচেষ্টা করা হচ্ছে, তখন এসব নিয়ে বিরোধীরা হইচই করছে কেন? যোগী আদিত্যনাথ আবার যজুর্বেদের শ্লোক উল্লকে করে বলেছেন, হিন্দু দর্শনে অর্ধ বলে কিছু হয় না। তাই অর্ধ কথার কোনও অর্থ হয় না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + one =