চিন থেকে ৫০ হাজার পিপিই কিট কিনল অসম সরকার

চিন থেকে ৫০ হাজার পিপিই কিট কিনল অসম সরকার

গুহাটি: চিন থেকে পিপিই কিট সরাসরি অসমে এল৷ বিশ্বজুড়ে করোনা সংঙ্কট দেখা দিয়েছে৷  বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর বাইরে কোনও খবর আসছে না৷ এই পরিস্থিতিতে ভারতও রয়েছে৷ ভারতে অনেক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন৷ এর কারণ অনেকাংশে পিপিই কিটের অভাব৷  স্বাস্থ্যকর্মীদের জন্য সেই পিপিই সরাসরি কিনল অসম৷ পিপিই আনতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ তিনি জানিয়েছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে,  চিনের কাছ থেকে কেনা ছাড়া আরও উপায় নেই৷

হিমন্ত  বিশ্বশর্মা জানিয়েছেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে চিনের কাছ থেকে পিপিই কিনতে হচ্ছে৷ বিশ্বের বিভিন্ন দেশ চিনের কাছ থেকে পিপিই কিনছে৷ ভারতও চিনের কাছ থেকে পিপিই কিনবে৷ তবে ভারতের প্রথম রাজ্য হিসেবে অসম সরাসরি চিনের থেকে পিপিই কিনেছে বলে তিনি মন্তব্য করেছেন৷ বিশ্বশর্মা বলেন, চিন থেকে এই কিট আনানো সহজ ছিল না। কারণ অনেক রাজ্য কিট পেতে মরিয়া। সেখানে করোনা সংক্রমণ আরও বেশি।” জানা গিয়েছে, ব্লুডার্ট সংস্থার এক আধিকারিকের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করেই চিন থেকে সরাসরি পিপিই আনানোর বন্দোবস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য দফতরের এক অধিকর্তা বলেন, অসমে সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়েছে। কিন্তু পিপিই নিয়ে করোনা যুদ্ধে ফ্রন্টলাইন ওয়ার্কারদের কোনও ক্ষোভ জন্মাক সেটা আমরা চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =