বিদ্যুৎ ছাড়াই ঘুরছে ফ্যান, যুবকের আজব কায়দা দেখে হেসে খুন নেটপাড়ার লোকজন

বিদ্যুৎ ছাড়াই ঘুরছে ফ্যান, যুবকের আজব কায়দা দেখে হেসে খুন নেটপাড়ার লোকজন

নয়াদিল্লি: এপ্রিলের শুরু থেকেই তীব্র দাবদাহে জ্বলছে দেশ। গ্রীষ্মকাল শুরু হতে না হতেই দেশের একাধিক রাজ্যে যে হারে তাপপ্রবাহ প্রায় প্রত্যেক দিনই লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাতে রীতিমতো উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেি তারা জানিয়েছেন এপ্রিল মাসেই এমন ভয়ঙ্কর গরম কার্যত অকল্পনীয় এবং বিরল একটি ঘটনা।এর সঙ্গেই গতকাল অর্থাৎ শনিবার আবহাওয়াবিদরা জানান দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থানসহ একাধিক রাজ্যের তাপমাত্রা যে হারে বৃদ্ধি পেয়েছে তা ১২২ বছরের গরমের রেকর্ডকে ভেঙে দিয়েছে। এ তো গেল গরমের কথা, কিন্তু সম্প্রতি এই তাপপ্রবাহেরই দোসর হয়ে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। রাজধানী দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর এসেছে এই বিদ্যুৎ সংকটের। ফলে এই দুঃসহ গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। জানা যাচ্ছে, ইতিমধ্যে একাধিক রাজ্যে কয়লার ঘাটতি দেখা দিয়েছে, মূলত সেই কারণেই এই বিদ্যুৎ বিভ্রাট। সেই সঙ্গে আরও জানা গিয়েছে এহেন পরিস্থিতিতে যদি কয়লার যোগান ঠিকমত না পাওয়া যায় তাহলে আগামীতে আরও ভয়াবহ বিদ্যুৎ সংকটের মুখোমুখি হবে দেশ। এমন ভয়াবহ পরিস্থিতিতে যখন কার্যত নাজেহাল দেশের মানুষ তখন নেটপাড়া কিন্তু মজেছে একাধিক হাস্যকর ভিডিও এবং মিমসে। প্রতিবছরই গরমকাল পড়তে না পড়তেই নেটপাড়ায় হাজির হয় একের পর এক দম ফাটানো হাসির ভিডিও। এবছরও তা বাদ যায়নি। গরম এবং সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট সবকিছু সঙ্গে নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ার লোকজন গরমের হাত থেকে রক্ষা পাওয়ার একের পর এক হাস্যকর উপায় বের করেছে। মুহূর্তের মধ্যে সেই সমস্ত হাসির ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি এমনই এক ভিডিও নেটপাড়ায় সাড়া ফেলেছে। টুইটারেও ট্রেন্ডিং এই ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে প্রচন্ড গরম এবং দাবদাহের মধ্যেই বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছেন এক ব্যক্তি। গরমে নাজেহাল ঐ ব্যক্তি ঘুমানোর চেষ্টা করলেও হচ্ছে না কোনও লাভ। আর তাই নিজের ব্যবস্থা নিজে করতেই অদ্ভুত এক পন্থা মাথা খাটিয়ে বের করেছেন ওই ব্যক্তি। ভিডিওটিতে দেখা যাচ্ছে বন্ধ একটি স্ট্যান্ড ফ্যানের পাখা ঐ ব্যক্তি নিজেই হাত দিয়ে ঘোরাচ্ছেন। সেটা একবার জোর করে ঘুরিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষন পাখাটি নিজস্ব ছন্দে ঘুরছে। কিছুক্ষণ পর আবার সেটা থেমেও যাচ্ছে। কিন্তু যতক্ষণ পাখাটি নিজের ছন্দে ঘুরছে ততক্ষণ ওই ব্যক্তি এক লাফে বিছানায় গিয়ে কিছুক্ষন শুয়ে আরাম করে নিচ্ছেন। পাখা বন্ধ হলে পুনরায় উঠে এসে ফের পাখার ব্লেড হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন। ওই ব্যক্তির কাণ্ডকারখানায় বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। সম্প্রতি আইএএস অফিসার অবনীশ শরনও টুইটারে এই মজার ভিডিওটি শেয়ার করেছেন। সেই সঙ্গে পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে পাওয়া বহু মানুষ ওই পোষ্টে নানা ধরণের মজার মজার কমেন্টও করেছেন। অধিকাংশরাই লিখেছেন এই গরম এবার হয়তো তাঁদের মেরেই ফেলবে।

এর মধ্যেই আবার বেশ কিছু লোকজন ভাইরাল হওয়া ওই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের বাড়িতে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেছেন। তাদেরও ভিডিও ভাইরাল হওয়া ওই ভিডিওটির কমেন্ট বক্সে নজরে এসেছে।

তবে সবকিছু মিলিয়ে বিষয়টি যতটা মজাদার বলে মনে হচ্ছে আদতে কিন্তু পরিস্থিতি ততটা মজার নয়। বর্তমানে দিল্লি, এনসিআর, ঝাড়খন্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, পঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, অন্ধপ্রদেশসহ একাধিক রাজ্যের মানুষ ভয়ঙ্কর গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন। সাধারণত কয়লার ঘাটতির কারণে এই সমস্যা দেখা দিয়েছে বলে খবর। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যুৎ সংকটের কথা মাথায় রেখে কয়লার জোগান যাতে সময়মতো হয় সেজন্য একের পর এক যাত্রীবাহী ট্রেন পর্যন্ত বাতিল করা হয়েছে। তবে পরিস্থিতি যতই মোকাবিলা করার চেষ্টা হোক না কেন আগামী দিনে যদি গরম বা তাপপ্রবাহ না কমে, এদিকে কয়লার ঘাটতি একইভাবে দেখা দেয় তাহলে কিন্তু এই গরমের মধ্যে আরও ভয়ঙ্কর বিদ্যুৎ সংকটের শিকার হবে দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 11 =