দেশের ভোটে অংশ নেওয়া যাবে, অনাবাসী ভারতীয়দের সুখবর দিল নির্বাচন কমিশন

নতুন বছরের শুরুতেই তাদের জন্য সুখবর নিয়ে এলো নির্বাচন কমিশন।

নয়াদিল্লি: বিদেশে থাকলে এতদিন দেশের নির্বাচনে ভোট দিতে অসুবিধার সম্মুখীন হতে হতো অনাবাসী ভারতীয়দের। এবার সেই সমস্যার সমাধান হয়ে গেল। বিদেশে থাকলেও এবার থেকে দেশের নির্বাচনে অংশ নিতে পারবেন অনাবাসী ভারতীয়রা, পোস্টাল ব্যালটের মাধ্যমে দিতে পারবেন ভোট। নতুন বছরের শুরুতেই তাদের জন্য সুখবর নিয়ে এলো নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, অনাবাসী ভারতীয়র আজাদের পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন সেই মর্মে প্রস্তাব পাঠানো হয়েছে বিদেশমন্ত্রকের কাছে। নির্বাচন কমিশনের সেই প্রস্তাবে ইতিমধ্যেই সীলমোহর দিয়েছে বিদেশমন্ত্রক। যার ফলে অনাবাসী ভারতীয়দের দেশীয় নির্বাচনে আর ভোট দিতে বাধা রইল না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে করোনাভাইরাস পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। পোস্টাল ব্যালট চালু করার একাধিক অনুরোধ পেয়েছে নির্বাচন কমিশন, বিশেষ করে করোনাভাইরাস পরিস্থিতির পর এই অনুরোধের সংখ্যা আরো বেড়ে গিয়েছে। সেই কারণেই এবার অনাবাসী ভারতীয়দের ভোট দানের ব্যাপারে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে আগামী কয়েক মাসের মধ্যে যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে সেখানে প্রবাসী ভোটাররা ভোট দানের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু এবং অসমে বিধানসভা নির্বাচন রয়েছে।

তবে জানা গিয়েছে,মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকাতে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের (এনআরআই) ভোট গ্রহণের প্রস্তাবটি কার্যকর করা হতে পারে। তবে কীভাবে দেওয়া যাবে ভোট? জানা গিয়েছে, ভোটের দিনক্ষণ ঘোষণার পাঁচ দিনের মধ্যে অনাবাসী ভারতীয়দের রিটার্নিং অফিসারের কাছে ১২ নম্বর ফর্ম ভরে আবেদন জানাতে হবে। এরপর কমিশনের তরফ থেকে তিনি একটি ইলেক্ট্রনিক পোস্টাল ব্যালট পাবেন। এই ব্যালটটি ভোটগণনার দিন সকাল ৮টার মধ্যে তা রিটার্নিং অফিসারের কাছে ফেরত পাঠাতে হবে।তবেই সেই নির্দিষ্ট ব্যক্তির ভোট গন্য হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − seven =