সুখবর! করোনা ‘মুক্ত’ বাংলার ২ জেলা, তালিকায় আরও ৪৭ জেলা: স্বাস্থ্য মন্ত্রক

সুখবর! করোনা ‘মুক্ত’ বাংলার ২ জেলা, তালিকায় আরও ৪৭ জেলা: স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি:  করোনা রুখতে চলছে লকডাউন৷ কী অবস্থায় রয়েছে দেশের বিভিন্ন জেলা৷ সাংবাদিক বৈঠকে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল৷ তিনি জানান, দেশের ২৩ রাজ্যের ৪৭টি জেলায় ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে৷ গত ২৮ দিনে পুদুচেরির মাহে এবং কর্ণাটকের কোডাগু থেকে নতুন করে সংক্রমণের খবর মেলেনি৷ বাকি ৪৫টি জেলায় গত দুই সপ্তাহে নতুন করে আক্রান্তের খবর নেই৷ এছাড়াও ১২টি রাজ্যের ২২টি জেলায় গত ১৪ দিনে নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি৷ এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং কালিম্পং৷ 

প্রসঙ্গত, গতকাল নবান্নের বৈঠকে রাজ্যের ১০ জেলাকে করোনা মুক্ত বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর মধ্যে ছিল কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা , বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম৷

এদিন লব আগরওয়াল বলেন, ভারতের মোট ১৪,৩৭৮ জন করোনা আক্রান্তের মধ্যে ৪,২৯১ জনই দিল্লির নিজামুদ্দিন মরকজের সঙ্গে জড়িত৷ যা মোট আক্রান্তের প্রায় ২৯.৮ শতাংশ৷ শুধুমাত্র একটি ঘটনা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৩টি রাজ্য এবং কেন্দ্রর শাসিত অঞ্চল৷ তবলিঘি জামাতের ডাকা ওই ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন প্রায় ২,১০০ জন বিদেশি৷ তাঁদের মধ্যে ৮২৪ জন ২১ মার্চের মধ্যে ছড়িয়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্তে৷ মরকজে ছিলেন ২১৬ জন৷ বাকিরা সম্ভবত দেশে ফিরে যান বলে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে দাবি করা হয়েছে৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব জানান, মারণ করোনার হাত থেকে অনেকেই সুস্থ হয়ে ঘরে ফিরছেন৷ সারা দেশে এখনও পর্যন্ত ১৯৯২ জন সুস্থ হয়ে উঠেছেন৷ অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৯১ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে৷ যা নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৩৭৮৷ অন্যদিকে, গত এক দিন মৃত্যু হয়েছে ৪৩ জনের৷ ভারতে করোনার বলি ৪৮০৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *