নয়াদিল্লি: লাফিয়ে বাড়ছে করোনা৷ ভারতে নতুন করে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৬ জনের শরীরে ভাইরাস মিলেছে৷ মৃত্যু হয়েছে ৪৭ জনের৷ এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯০, মোট আক্রান্তের সংখ্যা ১৮৬০১ জন৷ ৩২৫২ জন রোগী সুস্থ হয়ে গিয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে এহেন তথ্য দেওয়া হলেও উদ্বেগ বেড়েছে খোদ রাষ্ট্রপতি ভবনে৷ এবার করোনা থাবা বসিয়েছে দেশের প্রথম নাগরিকের প্রসাদ!
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক সাফাই কর্মীর পরিবারে কোভিডের সন্ধান পাওয়া গিয়েছে৷ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রায় ১২৫টি পরিবারকে স্বেচ্ছায় আইসোলেশনে থাকার আর্জি জাননো হয়েছে৷ রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, রবিবার ওই কর্মীর স্ত্রীর রিপোর্ট পজেটিভ মেলে৷ গোটা ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ তড়িঘড়ি আক্রান্ত মহিলাকে বিড়লা মন্দির হাসপাতালে পাঠানো হয়৷ একই সঙ্গে প্রায় ১২৫টি পরিবারকে স্বেচ্ছায় আইসোলেশনে থাকার আর্জি জাননো হয়েছে বলে এএনআই সূত্রে জানানো হয়েছে৷
One COVID-19 positive case found in Rashtrapati Bhavan, 125 families advised to remain in self-isolation as mandated by the Health Ministry’s guidelines as a precautionary measure: Sources
— ANI (@ANI) April 21, 2020