ভোট করাতে গিয়ে পুলিশের গুলিতে পোলিং অফিসারের মৃত্যু

পাটনা: ভোটগ্রহণ শুরুর আগেই বুথের মধ্যে দুর্ঘটনাবশত এক হোমগার্ডের গুলিতে প্রাণ হারালেন পোলিং অফিসার। ভোট চলাকালীন বিভিন্ন বুথে ইভিএমে গণ্ডগোলের কারণে আধঘণ্টা থেকে দেড় ঘণ্টা বন্ধ রইল ভোটগ্রহণ। এই দুই ঘটনা ছাড়া রবিবার ষষ্ঠ দফায় শান্তিতেই ভোট মিটল বিহারের আটটি লোকসভা কেন্দ্রে। কেন্দ্রগুলি হল- বৈশালী, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, বাল্মিকীনগর, সেওহার, সিওয়ান, গোপালগঞ্জ এবং মহারাজগঞ্জ

ভোট করাতে গিয়ে পুলিশের গুলিতে পোলিং অফিসারের মৃত্যু

পাটনা: ভোটগ্রহণ শুরুর আগেই বুথের মধ্যে দুর্ঘটনাবশত এক হোমগার্ডের গুলিতে প্রাণ হারালেন পোলিং অফিসার। ভোট চলাকালীন বিভিন্ন বুথে ইভিএমে গণ্ডগোলের কারণে আধঘণ্টা থেকে দেড় ঘণ্টা বন্ধ রইল ভোটগ্রহণ। এই দুই ঘটনা ছাড়া রবিবার ষষ্ঠ দফায় শান্তিতেই ভোট মিটল বিহারের আটটি লোকসভা কেন্দ্রে। কেন্দ্রগুলি হল- বৈশালী, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, বাল্মিকীনগর, সেওহার, সিওয়ান, গোপালগঞ্জ এবং মহারাজগঞ্জ আসনে। বিকেল পাঁচটা পর্যন্ত আটটি কেন্দ্রে ভোট পড়ল গড়ে ৪৪.৪ শতাংশ। সকাল থেকেই গরম উপেক্ষা করে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে।

সেওহার কেন্দ্রের মাধোপুর সুন্দর গ্রামের ২৭৫ নম্বর বুথে ওই পোলিং অফিসারের মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মৃতের নাম শিবেন্দ্র কিশোর। সীতামারির রাত্রাভা গ্রামের বাসিন্দা শিবেন্দ্র পেশায় একজন সরকারি স্কুলের শিক্ষক। এদিন সকালে ভোটগ্রহণ শুরুর আগে নিজের রাইফেলটি পরিষ্কার করছিলেন ওই বুথে কর্তব্যরত এক হোমগার্ড। দুর্ঘটনাবশত তাঁর আঙুলে চাপে বন্দুক থেকে গুলি ছুটে যায়। গুলিতে আহত অবস্থায় শিবেন্দ্রকে মুজফ্ফরনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ওই হোমগার্ডকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সেওহারের এসডিপিও রাকেশ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *