টাকার অভাবে বন্ধ পোলিও কর্মসূচি, দায় এড়ানোর চেষ্টা কেন্দ্রের

নয়াদিল্লি: সরকারের কাছে টাকা অভাব৷ ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পোলিও টিকাদান কর্মসূচি৷ দেশে দুই ধরনের ভ্যাকসিন প্রচলিত৷ ’ওরাল পোলিও ভ্যাকসিন’ বা ওপিভি এবং অন্যটি হল ‘ইনঅ্যক্টিভেটেড পোলিও ভ্যাকসিন’ আইপিভি৷ কিন্তু একদিকে ওপিভি উৎপাদন কমে গিয়েছে৷ অন্যদিকে প্রায় ১০০ শতাংশ দাম বেড়েছে আইপিভির৷ সব মিলিয়ে আগামি ফেব্রুয়ারি থেকে যে টিকাকরণ কর্মসূচির শুরু হওয়ার

টাকার অভাবে বন্ধ পোলিও কর্মসূচি, দায় এড়ানোর চেষ্টা কেন্দ্রের

নয়াদিল্লি: সরকারের কাছে টাকা অভাব৷ ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পোলিও টিকাদান কর্মসূচি৷ দেশে দুই ধরনের ভ্যাকসিন প্রচলিত৷ ’ওরাল পোলিও ভ্যাকসিন’ বা ওপিভি এবং অন্যটি হল ‘ইনঅ্যক্টিভেটেড পোলিও ভ্যাকসিন’ আইপিভি৷ কিন্তু একদিকে ওপিভি উৎপাদন কমে গিয়েছে৷ অন্যদিকে প্রায় ১০০ শতাংশ দাম বেড়েছে আইপিভির৷ সব মিলিয়ে আগামি ফেব্রুয়ারি থেকে যে টিকাকরণ কর্মসূচির শুরু হওয়ার কথা ছিল, সেটা বাতিল করা হয়েছে৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে এই তথ্য৷

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৮ জানুয়ারি ৩টি রাজ্যে বাদে, বাকি সব রাজ্যেকে পরবর্তী টিকাদান কর্মসূচি বাতিলের কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু, ওই তিন রাজ্য অর্থাৎ বিহার, মধ্যপ্রদেশ, ও কেরল সরকারের কাছে পর্যাপ্ত আইপিভি স্টক রয়েছে৷ তাই এই তিন রাজ্যে পরবর্তী টিকা কর্মসূচি চলবে৷ যদিও, টাকার অভাবে টিকিকরণ বাতিল খবর অস্বীকার করেছে কেন্দ্র৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ওপিভির গুণগতমান যাচাই করা হচ্ছে৷ ওপিভির ফলাফল সম্পর্কে আরও নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষা চলছে৷ সেই কারণেই ভ্যাকসিনেশনের কাজ শুরু করতে দেরি হবে৷ যদিও সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রক আইপিভির বদলে ওপিভির উপরেই বেশি জোর দিচ্ছে৷ কারণ আইপিভির দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − ten =