পুলিশের ভূমিকা আদৌ ঠিক ছিল? উদয়পুর হত্যাকাণ্ডে অনেক প্রশ্ন

পুলিশের ভূমিকা আদৌ ঠিক ছিল? উদয়পুর হত্যাকাণ্ডে অনেক প্রশ্ন

84cbc3f6e9e09cc5005e61246bf99f90

উদয়পুর: প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে শেয়ার করা একটি পোস্টের কারণ নৃশংস হত্যা করা হয় রাজস্থানের উদয়পুরের এক দর্জিকে। কিন্তু জানা গিয়েছে, তাকে অনেক দিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল, যার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবার। কিন্তু মৃত কানহাইয়ার পরিবারের অভিযোগ, পুলিশ তাদের কথা শুনে নিরাপত্তা দিলেও তা ঠিক তিনদিন পরেই তুলে নেয়। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েই তারা প্রশ্ন তুলে দিয়েছে।

আরও পড়ুন- দান বদলে শিন্ডেকে মুখ্যমন্ত্রী! এক ঢিলে একাধিক পাখি মারল বিজেপি!

কানহাইয়ার পরিবারের দাবি, হুমকি পাওয়ার পর থেকে সে কয়েকদিন দোকান বন্ধ রেখেছিল। কিন্তু যে অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশি পাহারা দেওয়া হয় তা তিন দিনের বেশি স্থায়ী ছিল না। পুলিশ তাদের বলেছিল, অনির্দিষ্টকালের জন্য সুরক্ষা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এখানেই তারা সরাসরি দুষছে রাজস্থান পুলিশকে। তাদের বক্তব্য, পুলিশ যদি আরও কিছুদিন নিরাপত্তা দিত তাহলে কানহাইয়াকে এভাবে হয়তো মরতে হত না। এখানে আবার উল্লেখ করতে হবে, খুন হওয়ার কিছুদিন আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে কানহাইয়া লালের বিরুদ্ধে প্রতিবেশী দোকানদার নাজিম ধানমন্ডি থানায় একটি এফআইআর দায়ের করেছিলেন। তার জেরে সে গ্রেফতারও হয়েছিল। কিন্তু জামিনে মুক্ত হয় কানহাইয়া। এরপর থেকেই তার কাছে আসতে থাকে হুমকি।

ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে এনআইএ। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলেও প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। এমনকি যে বাইক করে খুনিরা পালিয়েছিল তার নম্বর প্লেট ছিল ‘২৬/১১’। এতেই আরও সন্দেহ বাড়ছে যে কোনও জঙ্গিগোষ্ঠী এতে সরাসরি যুক্ত কিনা। অনুমান করা হচ্ছে, আইসিস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *