হিন্দু নেতার খুনিদের চিনিয়ে দিলে টাকা দেবে পুলিশ, জারি নির্দেশ

লখনউ: হিন্দু সমাজ পার্টির প্রতিষ্ঠাতা কমলেশ তেওয়ারির হত্যাকাণ্ডের তদন্তে কার্যত হাত তুলে নিচ্ছে যোগীর রাজ্যের পুলিশ! তদন্তের কুলকিনারা না পেয়ে এবার জনতার দ্বারস্থ হতে বাধ্য হল যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ প্রশাসন৷ পুলিশের তরফে ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করা হয়েছে, হিন্দু নেতার হত্যাকাণ্ডের অভিযুক্তদের সম্বন্ধে তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার৷ অযোধ্যায় বিতর্কিত জমি মামলার শুনানি পর্ব শেষ

হিন্দু নেতার খুনিদের চিনিয়ে দিলে টাকা দেবে পুলিশ, জারি নির্দেশ

লখনউ: হিন্দু সমাজ পার্টির প্রতিষ্ঠাতা কমলেশ তেওয়ারির হত্যাকাণ্ডের তদন্তে কার্যত হাত তুলে নিচ্ছে যোগীর রাজ্যের পুলিশ! তদন্তের কুলকিনারা না পেয়ে এবার জনতার দ্বারস্থ হতে বাধ্য হল যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ প্রশাসন৷ পুলিশের তরফে ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করা হয়েছে, হিন্দু নেতার হত্যাকাণ্ডের অভিযুক্তদের সম্বন্ধে তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার৷

অযোধ্যায় বিতর্কিত জমি মামলার শুনানি পর্ব শেষ হতেই প্রকাশ্যে গুলি ও কুপিয়ে খুন করা হয় কমলেশকে৷ লখনউয়ের খুরশিদবাগ এলাকার একটি মিষ্টির দোকানে কমলেশকে কুপিয়ে-গুলি করে খুন করা হয়৷ গোটা দেশজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে৷ সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তরজা৷ খুনের তদন্তে নেমে ইতিমধ্যেই ওই মিষ্টির দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ৷ কিন্তু সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হলেও এখনও তদন্তের কোনও কূলকিনারা খুঁজে পায়নি পুলিশ৷

গত ১৮ অক্টোবর খুনের ঘটনা প্রকাশ্যে আসার চারদিন কেটে গেলেও পুলিশের তরফে তদন্তের গতি বাড়াতে এবার জনতার দ্বারস্থ হতে শুরু করেছে যোগী রাজ্যের প্রশাসন৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তর প্রদেশে পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে, কমলেশের খুনিদের সম্পর্কে কোন তথ্য ও অভিযুক্তদের ধরিয়ে দিতে পারলে আড়াই লক্ষ টাকা পর্যন্ত প্রতি তথ্য পিছু নগদ অর্থ নেওয়া হবে৷

ইতিমধ্যেই জনতার দেওয়া তথ্যের ভিত্তিতে দু’জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের তোড়জোড় শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার৷ মনে করা হচ্ছে ওই দু’জনে কমলেশকে কুপিয়ে ও গুলি করে খুন করে থাকতে পারে৷ আর তাদের খোঁজ শুরু করেছে পুলিশ৷ ইতিমধ্যেই খুনের দিন মিষ্টির দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিশ৷ তবে এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারের খবর না আশায় শুরু হয়েছে বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 19 =