নয়াদিল্লি: কিসের নিয়ম? কিসের সতর্কতা? কোনও কিছু তোয়াক্কা না করে মাস্ক ছাড়াই দিল্লির রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন উরুগুয়ের এক মহিলা৷ শুধু তাই নয়, পুলিশ পথ আটকালে অভব্য আচরণ ও তর্ক জুড়ে দেন তিনি৷
করোনা পরিস্থিতিতে কোনও প্রয়োজনে বাড়ির বাইরে বেরোলে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে দিল্লি সরকার৷ কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহার এলাকার সাইকেল নিয়ে রাস্তায় বার হন উরুগুয়ের ওই মহিলা৷ সেই সময় বসন্ত বিহারের স্টেশন হাউস অফিসার (এসএইচও) রবি শঙ্করের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। পশ্চিমী মার্গ এলাকায় সাইকেল আরোহী ওই বিদেশি মহিলাকে আটকায় পুলিশ।
Head of Administration in Uruguay Embassy Valentina Obispo refuses to follow Lockdown / Wear Mask and talks sarcastic about our PM.
Lady: “You can’t say anything to me. You can’t ask me to wear a mask.”
“Your hounarable PM is very hounarable.”#uruguayembassy #diplomat pic.twitter.com/kzkMPVJDJj— Nikhil Garg (@thenikhilgarg86) April 12, 2020