মুখে কাপড় গুঁজে স্লোগান থামাল পুলিশ! মুখ্যমন্ত্রীর সভা ঘিরে শিক্ষক-পুলিশ খণ্ডযুদ্ধে তুলকালাম

মুখে কাপড় গুঁজে স্লোগান থামাল পুলিশ! মুখ্যমন্ত্রীর সভা ঘিরে শিক্ষক-পুলিশ খণ্ডযুদ্ধে তুলকালাম

চণ্ডীগড়:  বছর ঘুরতেই উত্তরপ্রদেশ, পঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন৷ উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ প্রিয়াঙ্কা গান্ধী৷ যোগী রাজ্যে ‘লড়কি হু লড় সাকতা হু’ নামে বিশেষ প্রচারও শুরু করেছেন তিনি৷ কিন্তু পঞ্জাবে আসতেই বাধা৷ কংগ্রেসের সভা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পঞ্জাব৷ বাঁধল খণ্ডযুদ্ধ৷ বুধবার সাঙ্গুরে একটি জনসভায় বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির। কিন্তু ওই সভা শুরুর আগে আচমকাই পুলিশের সঙ্গে উপস্থিত জনতার খণ্ডযুদ্ধ বাঁধে। এতে বেশ কয়েক জন আহত হন৷ রক্তাক্ত অবস্থাতেই  পুরুষ ও মহিলা সমর্থকদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ৷ 

আরও পড়ুন- বদলে গেল মেয়েদের বিয়ের বয়স! বড় সিদ্ধান্ত কেন্দ্রের

এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে এক মহিলা সমর্থককে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা চলছে৷ দেখা যায়, সেই সময় ওই মহিলার মুখে কাপড় গুঁজে তাঁকে চুপ করানোর চেষ্টা করছেন এক মহিলা পুলিশ কর্মী৷  প্রসঙ্গত,  শিক্ষক নিয়োগ নিয়ে বেশ কিছু দিন ধরেই পঞ্জাবে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে৷ সেই রেশ ধরেই গতকালের ঘটনাটি ঘটে। বুধবারও যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থী, যাঁরা শিক্ষকতার চাকরি পাচ্ছেন না, তাঁরা মুখ্যমন্ত্রীর সভার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ সেখান তাঁদের হঠাতে গেলেই শুরু হয় হাতাহাতি৷ 

চন্নী মঞ্চে ভাষণ দিতে উঠলেই মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারী শিক্ষকরা৷ পরিস্থিতি সামাল দিতেই মাঠে নামে পুলিশ৷ কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এই ঘটনার কিছু ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে৷ সেখা দেখা যাচ্ছে  বিক্ষোভকারীদের স্লোগান আটকাতে পুলিশ তাঁদের মুখে কাপড় গুঁজে দিচ্ছে। 

অপর একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন পুলিশ অফিসার এক মহিলা বিক্ষোভকারীর জামা ধরে টানাটানি করছেন। পরে তাঁকে পুলিশ বাসে তোলা হয়৷ তবে পুলিশের ধর পাকড়ের মধ্যেও চলতে থাকে হবু শিক্ষকদের স্লোগান সাউটিং৷ আরেকটি ভিডিয়োয় দেখা গিয়েছে এক যুবককে মাটিতে ফেলার চেষ্টা করছেন কয়েকজন পুলিশ কর্মী৷ তার পর তার বুকের উপর পা তুলে দেওয়া হয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 7 =