শ্রীনগর: যত এগিয়ে আসছে স্বাধীনতা দিবসের দিন ততই জেহাদি কার্যকলাপে উত্তপ্ত হচ্ছে ভূস্বর্গ। শনিবার রাতে ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীর উপত্যাকায়। এবার জঙ্গিদের গ্রেনেড হামলায় শহীদ হলেন এক পুলিশকর্মী। এই নিয়ে পরপর চার দিন চারটি জঙ্গি হামলা হল উপত্যকায় এবং তাতে মোট চারজন নিরাপত্তারক্ষী এবং একজন পরিযায়ী শ্রমিকের প্রাণ গেল।
কাশ্মীর পুলিশ সূত্রের খবর, শনিবার গভীর রাতে কুলগামের কায়মোহা এলাকায় জঙ্গি হামলাটি ঘটে। টহলদারি চলাকালীন পুলিশকর্মীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জেহাদিরা। গুরুতর আহত অবস্থায় তাহির খান নামের ওই পুলিশ কর্মীকে ভরতি করা হয় হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। এর আগে শনিবার রাতেই শ্রীনগরে টহলরত CRPF জওয়ানকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জেহাদিরা। ওই সিআরপিএফ কর্মীও আহত।
উল্লেখ্য বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উপত্যকায় একের পর এক জঙ্গি হামলা। বৃহস্পতিবার প্রথমে রাজৌরী টাউনের কাছে নিরাপত্তারক্ষীদের ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এই হামলায় শহীদ হন তিন জওয়ান। এরপর বৃহস্পতিবার মধ্যরাতেই বান্দিপোড়ায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় বিহারের এক পরিযায়ী শ্রমিকের। তারপর মাঝে কেটেছে মাত্র একটা দিন। এরপর এই শনিবার মধ্যরাতে ফের জঙ্গিহামলা কুলগামে। এবার শহীদ হলেন এক পুলিশ কর্মী। অন্যদিকে শনিবার রাতেই শ্রীনগরে টহলরত সিআরপিএফ এক জওয়ানকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়েছে জিহাদিরা। এই ঘটনাতে ওই সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে খবর।