১০০ কিমি পথ ধাওয়া করে লালকেল্লা হামলায় ‘মোস্ট ওয়ান্টেড’ সুখবীর সিংকে ধরল পুলিশ

১০০ কিমি পথ ধাওয়া করে লালকেল্লা হামলায় ‘মোস্ট ওয়ান্টেড’ সুখবীর সিংকে ধরল পুলিশ

নয়াদিল্লি:  লালকেল্লা হামলার ঘটনায় জড়িত ‘মোস্ট ওয়ান্টেড’ সুখদেব সিংকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স৷ ২৬ জানুয়ারি কৃষক বিদ্রোহে উত্তাল হয়ে ওঠে রাজধানী দিল্লি৷ বিক্ষোভের আঁচ লাগে লালকেল্লার আভিজাত্যে৷ পুলিশি ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ওড়ানো হয় কৃষক আন্দোলনের পতাকা৷ 

আরও পড়ুন- “সংবিধানকে সঙ্গে সঙ্গে নিয়েই হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়বো”, হুঁশিয়ারি ওয়াইসির

এই ঘটনার অন্যতম অভিযুক্ত সুখদেবের খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল দিল্লি পুলিশ৷ রবিবার চণ্ডীগড় থেকে গ্রেফতার করা হয় সুখদেবকে৷ প্রায় ১০০ কিলোমিটার পথ ধাওয়া করে ধরা হয় তাকে৷ গত দশ দিন ধরে তার সন্ধানে ছিল দিল্লি পুলিশ৷ 

 

এর আগে পুলিশ দু’বার তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়৷ প্রথমে হরিয়ানার কার্নালে তার বাড়ি থেকে এবং দ্বিতীয়বার গোপন সূত্রে খবর পেয়ে হরিয়ানা থেকে তাকে ধরার চেষ্টা চালানো হয়৷ কিন্তু দু’বারই তার নাগাল পাওয়া যায়নি৷ কিন্তু কয়েক দিন পর স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর আসে চণ্ডীগড়ের সেন্ট্রা মলের কাছে গা ঢাকা দিয়ে রয়েছে সুখদেব৷ সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়৷ সুখদেবকে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে নিয়ে আসা হয়েছে৷ আজ সোমবার আদালতে তোলা হবে তাকে৷ 

আরও পড়ুন- উত্তরাখণ্ড বিপর্যয়: ভয়াবহ তুষার ধসে মৃত ১৪, নিখোঁজ ১৭০, নিশ্চিহ্ন তপোবন বাঁধ

জানা গিয়েছে, লালকেল্লার ঘটনার ৩৮টি এফআইআর দায়ের করা হয়েছে৷ গ্রেফতার করা হয়েছে ১২৬ জনকে৷ এছাড়াও ৭০ জন সন্দেহভাজনের ছবি সংগ্রহ করা হয়েছে৷ যাদের সম্পর্কে খোঁজ চালানো হচ্ছে৷ লালকেল্লা হামলার সময় নেওয়া ছবি ও ভিডিয়ো খতিয়ে দেখছে পুলিশ৷ 

২৬ জানুয়ারি কৃষকদের শান্তিপূর্ণ ট্র্যাক্টর ব়্যালি হিংসাত্মক হয়ে ওঠে৷ উন্মত্ত কৃষকরা হামলা চালায় লালকেল্লায়৷ বিক্ষুব্ধ কৃষকরা লালকেল্লায় ঢুকে কৃষক আন্দোলনের পতাকা উড়িয়ে দেয়৷ 

প্রসঙ্গত, গত নভেম্বর মাস থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলন চালাচ্ছে বিক্ষুব্ধ কৃষকরা৷ ২৬ জানুয়ারি দিল্লি সীমান্তে তাঁদের ট্র্যাক্টর ব়্যালি করার অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ৷ কিন্তু তারা ব্যারিকেড ভেঙে রাজধানীর রাজপথে ঢুকে পড়ে৷ মারমুখী আন্দোলনকারীদের একটি দল পুলিশি বাধা উপেক্ষা করে ঢুকে পড়ে লালকেল্লায়৷ ব়্যালিতে অংশগ্রহণকারী বহু কৃষকের হাতেই সেদিন দেখা গিয়েছিল তলোয়ার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =