পিএইচডি করা জঙ্গি যুবকে গ্রেপ্তার করল পুলিশ

কাশ্মীর : কাশ্মীরে গ্রেফতার হওয়া ৬ জঙ্গির মধ্যে একজন পিআইচডি। পুলিশ জানাচ্ছে, গতমাসে শ্রীনগর-জম্মু হাইওয়ের বানিহালে সিআরপির একটি কনভয়ের ওপর হামলার চেষ্টা করেছিল তারা। এই হামলা পাকিস্তানি জঙ্গি মুন্না বিহারীর নেতৃত্বে জৈশ এ মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন একযোগে পরিকল্পনা করেছিল। ওই পিএইচডি করা জঙ্গি হিলাল আহমেদ মান্টু জামাতে ইসলামির ছাত্র সংগঠন জামাত এ তালাবার সঙ্গে

পিএইচডি করা জঙ্গি যুবকে গ্রেপ্তার করল পুলিশ

কাশ্মীর : কাশ্মীরে গ্রেফতার হওয়া ৬ জঙ্গির মধ্যে একজন পিআইচডি। পুলিশ জানাচ্ছে, গতমাসে শ্রীনগর-জম্মু হাইওয়ের বানিহালে সিআরপির একটি কনভয়ের ওপর হামলার চেষ্টা করেছিল তারা।

এই হামলা পাকিস্তানি জঙ্গি মুন্না বিহারীর নেতৃত্বে জৈশ এ মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন একযোগে পরিকল্পনা করেছিল। ওই পিএইচডি করা জঙ্গি হিলাল আহমেদ মান্টু জামাতে ইসলামির ছাত্র সংগঠন জামাত এ তালাবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার বাড়ি সোপিয়ানে। সে ছাত্রদের মধ্যে উদ্বেগ নিয়ে পাঞ্জাবের ভাতিন্ডার সেন্ট্রাল বিশ্ববিদ্যলয়ে গবষণা করেছে। জঙ্গিদের একজনের বাড়ি পুলওয়ামায়। তাদের একজন বিবিএ ও একজন বিসিএ। এদের কারও বিরুদ্ধেই আগে কোনও অভিযোগ ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =