বারাকপুর: বৃহস্পতিবার সকাল থেকেই নতুুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাটপাড়ায়৷ গুলিবিদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে৷ কিন্তু, কে চালাল গুলি? এই টানাপোড়েন শুরু হতেই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়ার৷ ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখে বিজেপি সাংসদের মন্তব্য, গুলি চালিয়েছে পুলিশ৷ পুলিশের গুলিতেই দু’জনের মৃত্যু হয়েছে৷ যদিও, পুলিশ আগেই জানয়েছে, গুলি চললেও তা শূন্য ছোড়া হয়েছে৷
শনিবার ভাটপাড়ায় মৃত দুই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এসএস আলুওয়ালিয়ার নেতৃত্বে তিন সদস্যের বিজেপি সাংসদের একটি প্রতিনিধি দল৷ সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন অর্জুন সিং সহ তিন সদস্যের বিজেপি সাংসদীয় প্রতিনিধি দল৷ পরিস্থিতি খতিয়ে দেখে আলুওয়ালিয়ার বলেন, ‘‘দুজনকে পুলিশ গুলি করে খুন করেছে৷ মৃত্যের পরিবারের সদস্যরাও একই কথা বলেছে৷ আমরা এই ঘটনায় মর্মাহত৷ চিন্তিত৷ আমরা খুব শ্রীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাব৷’’ একই সঙ্গে মৃত কর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য ১০ লক্ষ্য টাকা দেওয়া হবে বলেও জানান তিন৷ এই টাকা সংগ্রহের জন্য চাঁদা তোলা হবে বলেও জানান সাংসদ৷ একই সঙ্গে মৃতের পরিবারকে চাকরি দেওয়ার যাচয় কি না তাও ভেবে দেখা হবে বলেও জানান তিনি৷
SS Ahluwalia: A 17-yr-old boy was shot when he going to purchase something. Police shot him in his head from point blank range. A vendor was shot&died on spot. A third is in hospital. 7 people were shot. Police use batons for hooligans&bullets for innocents. It should be inquired https://t.co/nIbo2WSRIT
— ANI (@ANI) June 22, 2019
আজ দুপুরে ভাটপাড়ায় যান বিজোপির সংসদীয় দল৷ এসএস আলুওয়ালিয়ার নেতৃত্বে তিন সদস্যের বিজেপি সাংসদের একটি প্রতিনিধি দল কাঁকিনাড়া-ভাটপাড়া এলাকা পরিদর্শন করেন৷ ওই দলে মধ্যপ্রদেশের সাংসদ সত্যপাল সিং ও ঝাড়খণ্ডের সাংসদ বি ডি রামও যান ভাটপাড়ায়৷ ভাটপাড়াকে শান্ত করতে মূলত হিন্দিভাষি সাংসদদেরই সেখানে পাঠানো হয়৷ সত্যপাল সিং ও বি ডি রাম দু’জনই প্রাক্তন আইপিএস অফিসার৷
অন্যদিকে আজ সকালে ভাটপাড়া পরিস্থিতি খতিয়ে দেখতে যান বাম-কংগ্রেসের প্রতিনিধি দল৷ পরিস্থিতি খতিয়ে দেখার পর বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘আজ আমরা মৃতদের পরিবারের সঙ্গে কথা বললাম৷ ওরা জানিয়েছেন, কোনও রাজনৈতিক দল করেন না৷ পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত্যুর পর কীভাবে তাঁদের পরিবার চলবে? তা নিয়ে চিন্তিত পরিবার৷ আমরা চাই এই বিচারবিভাগীয় তদন্ত হোক? কী কারণে এই হামলা, কেন লাগাতার অশান্ত ভাটপাড়ায়? দেড় মাস ধরে চলতে থাকা অশান্তি কেন থামানো গেল না? কী করছেন মুখ্যমন্ত্রী? পুলিশ কী করছে? তা জানতে বিচারবিভাগীয় তদন্ত প্রয়োজন৷’’ বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, ‘‘মৃতদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণের ঘোষণা করুক রাজ্য সরকার৷ পরিবারকতে দেওয়া হোক চাকরি৷ এর নিরেপেক্ষ তদন্ত হোক৷’’