পুলিশের এনকাউন্টার: তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

নয়াদিল্লি: ২৭ বছরের পশুচিকিৎসক তরুণীকে গণধর্ষণ ও জীবন্ত জ্বালিয়ে হত্যায় যুক্ত চার ধর্ষককে গুলি করে মেখেছে পুলিশ৷ তেলেঙ্গা পুলিশের এনকাউন্টার বিতর্কের মধ্যেই এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে৷ রাজধানীর একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে বলেন, ‘‘আমি মনে করি না ন্যায়বিচার কখনও তাত্ক্ষণিক হওয়া উচিত৷ ন্যায়বিচার কখনই প্রতিশোধের

পুলিশের এনকাউন্টার: তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

নয়াদিল্লি: ২৭ বছরের পশুচিকিৎসক তরুণীকে গণধর্ষণ ও জীবন্ত জ্বালিয়ে হত্যায় যুক্ত চার ধর্ষককে গুলি করে মেখেছে পুলিশ৷ তেলেঙ্গা পুলিশের এনকাউন্টার বিতর্কের মধ্যেই এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে৷

রাজধানীর একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে বলেন, ‘‘আমি মনে করি না ন্যায়বিচার কখনও তাত্ক্ষণিক হওয়া উচিত৷ ন্যায়বিচার কখনই প্রতিশোধের রূপ নিতে পারে না৷ আমি বিশ্বাস করি, প্রতিশোধ স্পৃহা থাকলে ন্যায়বিচারের চরিত্রটি হারিয়ে ফেলে৷’’

আজ শনিবার ছুটির দিন থাকলেও তেলেঙ্গা পুলিশের এনকাউন্টার বিরুদ্ধে দু’টি পিটিশন দায়ের হয়েছে দেশের শীর্ষ আদালতে৷ দুই আইনজীবী পিটিশন দাখিল করে জানিয়েছেন, তেলেঙ্গা পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এনকাউন্টার করেনি৷ পুলিশের এনকাউন্টার তত্ত্ব বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না বলেও দাবি করা হয়েছে৷ বিষয়টির গুরুত্ব বুঝে আগামী সপ্তাহে শুনানি হতে পারে শীর্ষ আদালতে৷ যদিও পুলিশের এনকাউন্টারের বিশ্বাসযোগ্যতা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + fifteen =