মোদির বিরুদ্ধে পুলিশে অভিযোগ, গ্রেপ্তারের দাবি

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাফাল কেলেঙ্কারি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ল। আপের তরফে করা এই অভিযোগে দাবি করা হয়েছে, সিবিআইকে প্রধানমন্ত্রীর দফতর তল্লাশি করে ফাইল বাজেয়াপ্ত এবং রাফালের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হোক। অভিযোগটি দায়ের করেছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। অরবিন্দ কেজরি ওয়াল টুইটে লিখেচেন, যেভাবে তাঁর দফতরে

f748125e8545dba6dfa31ab0c41b14a7

মোদির বিরুদ্ধে পুলিশে অভিযোগ, গ্রেপ্তারের দাবি

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাফাল কেলেঙ্কারি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ল। আপের তরফে করা এই অভিযোগে দাবি করা হয়েছে, সিবিআইকে প্রধানমন্ত্রীর দফতর তল্লাশি করে ফাইল বাজেয়াপ্ত এবং রাফালের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হোক।

অভিযোগটি দায়ের করেছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। অরবিন্দ কেজরি ওয়াল টুইটে লিখেচেন, যেভাবে তাঁর দফতরে সিবিবআই হানা দিয়েছিল, সেভাবেই মোদির দফতরেও সিবিআই হানা দিক। শুক্রবার একটি সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, রাফাল টুক্তি নিয়ে কথার সময় প্রধানমন্ত্রী দফতর সমান্তরাল দর কষাকষি চলেছিল। এতে প্রবল আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষামন্ত্রক। এইসব নথি যাতে বিকৃত করার সুযোগ পায় সরকার, তাই সব ফাইল বাজেয়াপ্ত করা হোক বলে তাঁর দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *