পুরী: ওড়িশার পুরীর জগন্নাথ মন্দির নিয়ে মানুষের কৌতূহলের কোনও অভাব নেই। প্রতিদিনই এই মন্দিরে উপছে পড়ে দর্শনার্থীদের ভিড়। বিগত কিছু সময়ে মন্দির কর্তৃপক্ষ নিরাপত্তা নিয়ে যথেষ্ট কড়াকড়ি করেছে। এমনিতেই জগন্নাথ মন্দিরের মধ্যে ছবি ও ভিডিয়ো তোলা নিষিদ্ধ। কিন্তু কেউ কেউ নিয়ম না মেনেই এইসব কাজ করেন। তাই এবার আরও কড়া সিদ্ধান্ত নিল মন্দির কমিটি। মন্দির চত্বরের মধ্যে পুলিশকর্মীদের ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হল এখন থেকে।
আরও পড়ুন- জেলে বন্দি মন্ত্রীকে তেল মালিশ! কী ভাবে ফাঁস ছবি, ED-র বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস
সম্প্রতি বাংলাদেশের এক ইউটিউবার মন্দিরের গর্ভগৃহের ছবি ও ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেই নিয়ে এই মুহূর্তে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই ওই ইউটিউবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। তাই আর কেউই যাতে এই কাজ না করতে পারে তাই এবার পুলিশকর্মীদের ফোন ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হল। ‘শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন’ জানিয়েছে, মন্দিরের নিরাপত্তা নিয়ে কোনও গাফিলতি হবে না। বরং আরও আঁটোসাঁটো ব্যবস্থাই নেওয়া হয়েছে। আগামী দিনে এই নিয়ে যে আরও ভাবনা ভাবা হবে সেটাও স্পষ্ট করা হয়েছে।
তবে সব পুলিশকর্মীদের জন্যই কি এই নিষেধাজ্ঞা? এমনটা আসলে নয়। মন্দির কর্তৃপক্ষ এটা পরিষ্কার করে দিয়েছে যে, আপৎকালীন পরিস্থিতি ও ‘স্পেশাল ডিউটি’তে থাকা পুলিশকর্মীরা মন্দিরের মধ্যে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। কিন্তু তারা ছাড়া আর কেউ এই সুবিধা পাবেন না।