এই ১৮টি পেশায় যুক্তদের ১৫ হাজার টাকা করে দেবেন মোদী, রবিবারই আসছে কেন্দ্রের নয়া প্রকল্প

এই ১৮টি পেশায় যুক্তদের ১৫ হাজার টাকা করে দেবেন মোদী, রবিবারই আসছে কেন্দ্রের নয়া প্রকল্প

Modi

নয়াদিল্লি: দেশের অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের  স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রের সরকার৷ তাঁদের সরাসরি ভাবে আর্থিক সাহায্য করার কথাও ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ পোহালেই আসছে PM Vishwakarma Yojana 2023 (পিএম বা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ২০২৩)৷ রবিবার বিশ্বকর্মা পুজোর দিন এই প্রকল্পের উদ্বোধন করবে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণ ছাড়াও ১৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন ধোপা, নরসুন্দর, স্বর্ণকার, সূত্রধর-সহ মোট ১৮টি পেশার মানুষ।। (Modi)

অর্থ দফতর সূত্রের খবর, পিএম বিশ্বকর্মা যোজনা ২০২৩-এর অধীনে ১৫,০০০ টাকার টুলকিট দেবে কেন্দ্রীয় সরকার। এছাড়াও দেওয়া হবে হাতে কলমে কাজ শেখার সুযোগ। প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করলে দিন প্রতি মিলবে ৫০০ টাকা করে ভাতা৷  রাজমিস্ত্রি, কুম্ভকার, স্বর্ণকারদের মতো অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের মূলধারায় এনে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ৷

জানা গিয়েছে, মোট ১৮টি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় আসহেন। তালিকায় রয়েছে, স্বর্ণকার, নরসুন্দর, মালাকার, ধোপা, দর্জি, চাবি তৈরির কাজে যুক্ত ব্যক্ত, অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তি, মৃৎশিল্পী, পাথর ভাঙার কাজে যুক্ত,  চর্মকার, কর্মকার, নৌকা বানানো, ঝুড়ি, মাদুর ও ঝাঁটা তৈরির সঙ্গে যুক্ত, পুতুল নির্মাতারা৷ এছাড়াও রয়েছে ধাতব যন্ত্রপাতি তৈরির কাজ করা, মাছ ধরার জাল বোনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

এই প্রকল্পে আবেদন করার জন্য ১৮ বছর বা তার বেশি বয়স হতে হবে। আবেদনের জন্য লাগবে একাধিক নথি৷ যেমন- আধার কার্ড, পরিচয়পত্র, বাসস্থানের প্রমাণ, মোবাইল নম্বর, জাতি প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর এবং পাসপোর্ট সাইজের ছবি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + one =