স্বাধীনতা দিবসের সকালে মোদীর মুখে মণিপুর, শান্তি ফিরেছে বলে দাবি

স্বাধীনতা দিবসের সকালে মোদীর মুখে মণিপুর, শান্তি ফিরেছে বলে দাবি

নয়াদিল্লি: ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই পতাকা উত্তোলন করেই তাঁর মুখে শোনা গিয়েছে মণিপুর প্রসঙ্গ। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, মণিপুরের পাশে রয়েছে গোটা দেশ। শান্তিপূর্ণভাবে মণিপুরের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এছাড়া মোদী আরও বলেন, সেখানে বর্তমানে শান্তি বজায় রয়েছে। 

সম্প্রতি সংসদে বিরোধীদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মণিপুর প্রসঙ্গে কথা বলেছিলেন কিন্তু সেটা নিজের ভাষণ শুরুর প্রায় দেড় ঘণ্টা পর। তার আগে থেকেই অবশ্য বিরোধীরা হট্টগোল শুরু করেছিল। কিন্তু সেদিন মোদী মোটে ২-৩ বাক্য বলেছিলেন মণিপুর নিয়ে। তাতেই ক্ষোভ প্রকাশ করে বিরোধী শিবির। কিন্তু আজ, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মণিপুর সম্পর্কে জানান, বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। মণিপুরের মহিলাদের উপর অনেক নির্যাতন হয়েছে। কিন্তু বিগত কয়েক দিন ধরে সে রাজ্যে শান্তি ফিরেছে। দেশ মণিপুরের সঙ্গে আছে। এর আগেও তিনি অবশ্য দাবি করেছিলেন যে, কেন্দ্র এবং রাজ্য সরকারকে মিলে মণিপুরকে শান্ত করার কাজ করছে। 

আসলে বিরোধীরা দাবি করেছিল, গত তিন মাস ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। সে রাজ্যে এখনও পর্যন্ত ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহতও হয়েছেন হাজার হাজার মানুষ, অথচ এই নিয়ে প্রধানমন্ত্রীর তরফে কোনও বক্তব্য আসেনি। সেই সময়ে সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোদী শুধু বলেছিলেন যে, মণিপুরের ঘটনা দুঃখজনক। ওইটুকুতে স্বাভাবিকভাবে খুশি হয়নি বিরোধীরা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 8 =