প্রধানমন্ত্রী ‘সংসদের আস্থার প্রতীক’, মোদীর হাতে নতুন সংসদ ভবনের উদ্বোধনে ‘সন্তুষ্ট’ রাষ্ট্রপতি

নয়াদিল্লি: নয়া সংসদভবন উদ্বোধনী অনুষ্ঠানে কেন আমন্ত্রণ জানানো হল না রাষ্ট্রপতিকে? এই প্রশ্ন তুলে অনুষ্ঠান বয়কর করে তৃণমূল কংগ্রেস সহ ২১ টি রাজনৈতিক দল৷ এ নিয়ে বিস্তর বিতর্কও হয়৷ কিন্তু, প্রধানমন্ত্রীর হাত দিয়ে সংসদ ভবন উদ্বোধন হওয়া নিয়ে নিজের ‘সন্তুষ্টি’র কথাই জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রীকে ‘সংসদের বিশ্বাসের প্রতীক’ হিসাবেই উল্লেখ করলেন তিনি।
বিরোধী দলগুলির অভিযোগ ছিল, সাংবিধানিক প্রধান হওয়া সত্ত্বেও কেন নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হল ন? বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে অবশ্য স্পষ্ট কোনও উত্তর দেওয়া হয়নি। উল্টে অতীতেও যে বহু বার রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে এড়িয়ে নানা সরকারি কাজ হয়েছে, তার খতিয়ানই তুলে ধরা হয়েছে।
রবিবার সশরীরে উপস্থিত ছিল না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ কিন্তু, উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সংসদে রাষ্ট্রপতির লিখিত বক্তব্য পাঠ করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। সেখানে প্রধানমন্ত্রীর হাত দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন হওয়ায় তিনি ‘গভীর সন্তোষ’ প্রকাশ করেছেন৷ তাঁর লিখিত বয়ান অনুযায়ী, “ভারতের সংসদ গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করে চলেছে৷ সংসদের আস্থার প্রতীক প্রধানমন্ত্রী নতুন ভবনের উদ্বোধন করায় আমি গভীর ভাবে সন্তুষ্ট৷”