চার বছরের মেয়ের গলায় ‘বন্দে মাতরম’, ভিডিও শেয়ার করলেন আপ্লুত প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: চার বছরের শিশুর গলায় 'বন্দে মাতরম' শুনে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিজোরামের চার বছরের এক কিশোরীর জাতীয় সংগীত 'বন্দে মাতরম'-এর আধুনিক সংস্করণ গাওয়ার প্রশংসা করেছেন তিনি। এই শিশুর নাম এস্থার হামান্তে। তাঁর গানের ভিডিওটি প্রথমে টুইট করেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথঙ্গা। তারপর মোদী সেটি রিটুইট করেন। এস্টার 'মা তুঝে সালাম, বন্দে মাতরম' গানটি গেয়েছে ভিডিওয়।

 

নয়াদিল্লি: চার বছরের শিশুর গলায় ‘বন্দে মাতরম’ শুনে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিজোরামের চার বছরের এক কিশোরীর জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-এর আধুনিক সংস্করণ গাওয়ার প্রশংসা করেছেন তিনি। এই শিশুর নাম এস্থার হামান্তে। তাঁর গানের ভিডিওটি প্রথমে টুইট করেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথঙ্গা। তারপর মোদী সেটি রিটুইট করেন। এস্টার ‘মা তুঝে সালাম, বন্দে মাতরম’ গানটি গেয়েছে ভিডিওয়।

মিজোরামের মুখ্যমন্ত্রী টুইট করে লেছেন, “লুঙ্গলির ৪ বছরের বাচ্চা মেসেরাইজিং এস্টার হামান্তে ‘মা তুঝে সালাম, বন্দে মাতরম’ গানটি গাইছে।” এরপরই মিজোরামের মুখ্যমন্ত্রীর টুইট এবং মেয়েটির গানের ভিডিও ট্যাগ করে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, “আরাধ্য ও প্রশংসনীয়!” গানটি গাওয়ার জন্য এস্থার হামন্তকে নিয়ে গর্বের কথাও টুইটে লেখেন প্রধানমন্ত্রী।

null

চার বছর বয়সী এস্থার হামান্তের ‘বন্দে মাতরম’-এর উপস্থাপনা যা বেশ কয়েকজন নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটি ২৫ অক্টোবর এস্থার হামান্তের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। এখনও পর্যন্ত এর ভিউয়ার্স ছাড়িয়েছে  ৭৩ হাজার। একটি সাদা শার্ট ও কালো স্কার্টে পরে ভিডিও শুট করেছেন এস্থার। তবে তাঁকে আরও পোশাক পরে ভিডিওয় দেখা গিয়েছে। সংগীতশিল্পী এ আর রহমান ১৯৯৭ সালে ‘বন্দে মাতরম’-এর এই ভার্সনটি রচনা করেছিলেন। তারপর থেকে গান ও গানের ভিডিও প্রচুর প্রশংসা পেয়েছিল। এখও এ আর রহমানের এই গানটি সমানভাবে জনপ্রিয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =