নয়াদিল্লি: ১৫ অগাস্ট দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি৷ তাঁর এই আচমকা সিদ্ধান্তে মন ভেঙেছে আপামর ক্রিকেটপ্রেমীর৷ সেলেব মহল থেকে আমআদমি, ধোনিকে নিয়ে আবেগে বিহ্বল গোটা দেশে৷ নীল রং-এর জার্সিতে আর দেখা যাবে না ‘ক্যাপ্টেন কুল’কে৷ 'ম্যায় পল দো পল কা শায়ার হুঁ!'- মুকেশের গানের কলিতেই বিদান নেন তিনি৷ এবার ধোনিকে স্যালুট জানিয়ে দু’পাতার চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
আরও পড়ুন- সুশান্তের ঘরে তালা ভাঙার পর ঠিক কী হয়েছিল? ফাঁস করলেন চাবিওয়ালা
ওই আবেগময় চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘এই সিদ্ধান্তে হতাশ ১৩০ কোটি দেশবাসী৷ তবে ভারতীয় ক্রিকেটে তোমার অবদানের জন্য তাঁরা অন্তর থেকে কৃতজ্ঞ৷’’ মোদী আরও লিখেছেন, ‘‘তুমি নতুন ভারতের চেতনার এক অন্যতম দৃষ্টান্ত৷ যেখানে পরিবারের নামে একজন তরুণের ভাগ্য তৈরি হয়নি, নিজের ভাগ্য নিজে লিখেছে সে৷ আমরা কোথা থেকে এসেছি, সেটা গুরুত্বপূর্ণ নয়, আমরা কোথায় পৌঁছেছি সেটাই দেখার৷’’
তিনি লিখেছেন, তোমার হেয়ারস্টাইল কেমন, সেটা বড় কথা নয়, তুমি যে ভাবে ঠাণ্ডা মাথায় ম্যাচ জিতিয়েছো সেটাই দেশের তরুণদের কাছে প্রেরণা৷ ক্রিকেটার ধোনির পাশাপাশিই মানুষ হিসেবেও তাঁর প্রশংসা করেছেন মোদী। জিভার সঙ্গে কী ভাবে নানান মজাদার মুহূর্ত কাটান ধোনি, সে প্রসঙ্গও চিঠিতে লিখতে ভোলেননি নমো।
আরও পড়ুন- ১০৫ কিলোমিটার সাইকেল চালিয়ে ছেলেকে পরীক্ষা কেন্দ্র পৌঁছাল বাবা
২০১৯ সালে বিশ্বকাপের পরই ধোনিকে দেখা গিয়েছিল ভারতীয় সেনার হয়ে জম্মু-কাশ্মীরে ডিউটি করতে। প্রধানমন্ত্রীর চিঠিতে উঠে এলে সেই প্রসঙ্গও। প্রধানমন্ত্রীর পাঠানো দুই পৃষ্ঠার চিঠিতে লেখা হয়েছে, ‘‘এমএস ধোনি নামটি শুধুনাত্র ক্রিকেটে তাঁর অনবদ্য পরিসংখ্যানের জন্য মনে রাখা হবে না৷ তোমাকে শুধু একজন স্পোর্টসপার্সন হিসেবে দেখলে অবিচার করা হবে।’’ রাঁচির মতো ছোট শহর থেকে এসে ভারতীয় ক্রিকেটে এতবড় একটা নাম হওয়ার জন্যও ধোনির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এই চিঠি দেখে আপ্লুত ধোনির ভক্তরাও।
আরও পড়ুন- শেষ ৪ মাসে দেশে কর্মহীন ২.৩০ কোটি বেতনভুক কর্মী, বলছে সিএমআইই
প্রধানমন্ত্রীর চিঠি পাওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ধোনিও৷ টুইটারে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মাহি লিখেছেন, ‘‘একজন শিল্পী, সৈনিক ও একজন খেলোয়াড় সবসময় প্রশংসা পেতে চান৷ তাঁরা চান, তাঁদের কঠোর পরিশ্রম যেন সবার নজরে আসে, সকলে তাঁর কদর করে। আপনার প্রশংসা ও শুভকামনার জন্য অনেক ধন্যবাদ”।