ফের আত্মনির্ভরতার কথা মোদীর গলায়, খেলনা শিল্পের উপর জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: 'মন কি বাত'-এ এবার খেলনা তৈরির দিকে জোর দিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই তিনি 'ভোকাল ফর লোকাল'-এর পক্ষে সওয়াল করেছিলেন। বলেছিলেন আত্মনির্ভরতার কথা। আজ সেই একই কথা বললেন প্রধানমন্ত্রী। তবে এবার কিছু কিছু শিল্পের ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, শিশুর মানসিক বিকাশে খেলনা এক বড় ভূমিকা নেয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও শিশুদের খেলনার কথা বলে গিয়েছিলেন। ইঙ্গিত দিয়েছিলেন খেলনা শিশুদের সৃজনশীলতা বিকাশে সাহায্য করে। ভারতের উচিত নিজের দেশের মধ্যে খেলনা উৎপাদনের হাব তৈরি করা। তা কীভাবে হবে সেদিকে নজর দেওয়ার কথা এদিন বলেন প্রধানমন্ত্রী।

8be1651510d23b30740e0214fc6b4066

নয়াদিল্লি: 'মন কি বাত'-এ এবার খেলনা তৈরির দিকে জোর দিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই তিনি 'ভোকাল ফর লোকাল'-এর পক্ষে সওয়াল করেছিলেন। বলেছিলেন আত্মনির্ভরতার কথা। আজ সেই একই কথা বললেন প্রধানমন্ত্রী। তবে এবার কিছু কিছু শিল্পের ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, শিশুর মানসিক বিকাশে খেলনা এক বড় ভূমিকা নেয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও শিশুদের খেলনার কথা বলে গিয়েছিলেন। ইঙ্গিত দিয়েছিলেন খেলনা শিশুদের সৃজনশীলতা বিকাশে সাহায্য করে। ভারতের উচিত নিজের দেশের মধ্যে খেলনা উৎপাদনের হাব তৈরি করা। তা কীভাবে হবে সেদিকে নজর দেওয়ার কথা এদিন বলেন প্রধানমন্ত্রী।

এছাড়া তিনি আরও বলেন যে খেলনার দুনিয়ায় ভারত অনেকটাই পিছিয়ে। তাই খেলনা শিল্পের দিকে নজর দেওয়া প্রয়োজন। দেশের শিল্প প্রতিষ্ঠানগুলিকে তিনি খেলনা তৈরির অনুরোধ জানান। আগেই মোদী যে আত্মনির্ভরতার কথা বলেছিলেন এদিনের তাঁর উক্তি সেই পথেই আরও এক ধাপ অগ্রসর হল। তিনি এদিন বলেছেন যে দেশে উৎপাদনের উপর সরকার যে জোর দিচ্ছে তার খানিকটা পূরণ করতে পারে এই উদ্যোগ। এছাড়া কম্পিউটর গেমস এখন অত্যন্ত জনপ্রিয়। ছোটদের অনেকেই কম্পিউটার গেমসে মজেছে। অথচ এই কম্পিউটর গেমস বেশিরভাগই আসে বিদেশ থেকে। বিশেষত পশ্চিমের দেশগুলো থেকে। তাই ভারতের উচিত কম্পিউটার গেমসের দিকেও নজর দেওয়া।

বস্তুত এদিন 'মন কি বাত'-এ একাধিক উদ্যোগের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলনা উৎপাদনের ক্ষেত্রে 'ভোকাল খর লোকাল' নীতিকে তিনি প্রাধান্য দেন। এছাড়া গণেশ পুজোর সাবধানতা ও সতর্কতা মানার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান মোদী। এদিনের বক্তব্য তিনি দেশের সুরক্ষা বাহিনী নিযুক্ত সারমেয়রদের কথাও তুলে আনেন। বলেন দেশের বিভিন্ন সুরক্ষা বাহিনী কুকুরদের প্রশিক্ষণ দিচ্ছে। কথা প্রসঙ্গে বিদ্যা এবং সোফির কথা তুলে আনেন প্রধানমন্ত্রী। ৭৪তম স্বাধীনতা দিবসে এদের বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছিল। মোদী জানান এ বছর সেপ্টেম্বরে পুষ্টি মাস পালন করা হবে। এগিয়ে যাওয়ার জন্য নেশনস এবং নিউট্রিশন দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই উদ্যোগে আমজনতার অংশগ্রহণের আবেদন জানান প্রধানমন্ত্রী। এদিন অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে পুষ্টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *