অবশেষে ভাঙল ঘুম! দিল্লির হিংসায় শান্তির টুইট মোদির!

অবশেষে ভাঙল ঘুম! দিল্লির হিংসায় শান্তির টুইট মোদির!

ac90c3ca447732c5bf3004566e39bbf0

নয়াদিল্লি:  ট্রাম্প চলে গেছেন। এবার অনেকটাই ফ্রি হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। ট্রাম্প দেশ ছাড়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিল বুঝতে পারলেন, রাজধানীতে কত ভয়ানক আগুন জ্বলছে। দ্বেষ কীভাবে ছড়াচ্ছে। তাই তিনি টুইট করলেন, ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রম করার পর।  টুইটে তিনি দিল্লিতে শান্তি ও সম্প্রিতী বজায় রাখার আবেদন করা হয়েছে।

বুধবার দুপুরে পর পর দুবার টুইট করেন মোদি। প্রথম টুইটে তিনি লেখেন, দিল্লির বিভিন্ন এলাকায় যা ঘটছে, তার বিশদ খবর আমার কাছে রয়েছে। পুলিশ ও অন্যান্য এজেন্সি শান্তি বজায় রাখার জন্য ঘটনাস্থলে কাজ করছেন। এর পরের টুইটটিতে নরেন্দ্র মোদী বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। আমি দিল্লির ভাইবোনেদের শান্তি ও ভ্রাতৃত্ববোঝ বজায় রাখার আবেদন করছি। শীঘ্রই শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরে আসা খুব জরুরি।