ভোটের বাজারে মুক্তি পাচ্ছে ‘পিএম নরেন্দ্র মোদি’

নয়াদিল্লি: ভোটের বাজারে মুক্তি পেচে চলেছে পিএম নরেন্দ্র মোদি৷ ১২ এপ্রিল দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি এই বায়োপিক রিলিজ করছে৷ এই ফিল্মের পরিচালক পরিচালক ওমাং কুমার৷ মোদির ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়৷ অভিনয় করছেন বোমান ইরানি, দর্শন কুমার, মনোজ যোশী, প্রশান্ত নারায়ণন, জরিনা ওয়াহাব, বারখা বিস্ত সেনগুপ্ত, অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ৷ এই মোদির শৈশব থেকে

ভোটের বাজারে মুক্তি পাচ্ছে ‘পিএম নরেন্দ্র মোদি’

নয়াদিল্লি: ভোটের বাজারে মুক্তি পেচে চলেছে পিএম নরেন্দ্র মোদি৷ ১২ এপ্রিল দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি এই বায়োপিক রিলিজ করছে৷ এই ফিল্মের পরিচালক পরিচালক ওমাং কুমার৷ মোদির ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়৷

অভিনয় করছেন বোমান ইরানি, দর্শন কুমার, মনোজ যোশী, প্রশান্ত নারায়ণন, জরিনা ওয়াহাব, বারখা বিস্ত সেনগুপ্ত, অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ৷ এই মোদির শৈশব থেকে রাজনৈতিক জীবন, গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নানা কাহিনি৷ এর আগে ওমাং কুমার মেরি কমকে নিয়ে বায়োপিক তৈরি করেন৷ পিএম নরেন্দ্র মোদি-র পোস্টার জানুয়ারি মাসে প্রকাশ করা হয় ২৭টি ভাষায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 8 =