নয়াদিল্লি: কৃষক আন্দোলন নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা গোটা দেশজুড়ে। সম্প্রতি আন্তর্জাতিক এ কিছু তারকা কৃষক আন্দোলন নিয়ে বক্তব্য পেশ করায় গোটা দেশে আলোড়ন শুরু হয়ে গিয়েছিল আরো বেশি করে। মূলত ভারতীয় জনতা পার্টি শিবিরের সমর্থকরা সেই সমস্ত তারকাদের বিরুদ্ধে একজোট হওয়া শুরু করে। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে ভারতের সহনশীলতা এবং ঐক্য নিয়ে। এদিন লোকসভার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করলেন, ভারতের ঐক্য বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা।
#WATCH LIVE: PM Modi replies in Lok Sabha to the Motion of Thanks on President’s Address.(Source: Lok Sabha TV) https://t.co/ilqOGpGGzH
— ANI (@ANI) February 10, 2021
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে গোটা দেশ যেভাবে লড়াই করেছে তা বিশ্বের কাছে উদাহরণ রেখেছে। দেশের ঐক্য গোটা বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা। এই প্রসঙ্গে মোদী বলেন, রাস্তায় নামলেই পথের খোঁজ মেলে। এর পাশাপাশি সংসদের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি এবং মূলত মহিলা সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্রপতির ভাষণ দেশবাসীকে আলাদাভাবে প্রেরণা দিয়েছে। নতুন সংকল্প নিয়ে দেশ গড়ার জন্য সকলকে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পাশাপাশি তিনি আরও দাবি করেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ডাক্তার-নার্সরা ভগবানের রূপে এসেছেন। করোনার সময় ভারত দেখিয়েছে কী করতে পারে। মোদীর কথায়, ভগবানের অশেষ কৃপা, তাই সকলে বেঁচে গিয়েছেন। গোটা দুনিয়া হিমশিম খেয়েছে। কিন্তু ভারত ঐক্যবদ্ধ লড়াই জারি রেখেছে।
Manish Tewari said that we stayed protected from Corona by God’s grace. I’d like to say something. This indeed is God’s grace that the entire world shook but we remained safe. It was because doctors & nurses came as God, because they couldn’t return to their homes for 15 days: PM pic.twitter.com/o30iqXZKgb
— ANI (@ANI) February 10, 2021
এদিন তিনি আরও বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে ভারত আত্মনির্ভর হতে শিখেছে তাই করোনাকাল দেশের কাছে টার্নিং পয়েন্ট। এই প্রেক্ষিতে তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে ঐক্যবদ্ধ লড়াই করেছে দেশবাসী। ১৩০ কোটির দেশ শৃঙ্খলা দেখিয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন, এই করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও ৭৫ কোটি মানুষকে রেশন দেওয়া সম্ভব হয়েছে।