‘বুঝতে পারছিলাম না দেশের কথা বলছেন, নাকি বাংলার’! ডেরেককে ব্যঙ্গ মোদীর

‘বুঝতে পারছিলাম না দেশের কথা বলছেন, নাকি বাংলার’! ডেরেককে ব্যঙ্গ মোদীর

নয়াদিল্লি: বঙ্গ সফরে এসে গতকাল হলদিয়া থেকে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন রাজ্য সভায় বক্তব্য রাখার সময়েও সেই আক্রমণের মেজাজ অব্যাহত রাখলেন তিনি। তবে এ দিন যতটা না আক্রমণাত্মক মেজাজ ছিল প্রধানমন্ত্রীর, তার থেকেও বেশি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন তিনি। কৃষি বিল সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ব্যঙ্গ করেন তিনি। 

এ দিন রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেন, তিনি খুব মন দিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়নের বক্তব্য শুনছিলেন। ডেরেক বাক-স্বাধীনতা থেকে শুরু করে গণতন্ত্র নিয়ে কথা বলছিলেন, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করছিলেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক আক্রমণ, তিনি এটা বুঝতে পারছিলেন না যে ডেরেক ও’ব্রায়েন পশ্চিমবঙ্গের কথা বলছেন নাকি দেশের! মোদীর দাবি, আসলে তিনি যে বিষয়ে কথা বলছিলেন সেগুলো নিজের রাজ্যে দিনভর দেখতে পান। তাই হয়তো এখানে ভুল করে দেশের কথা বলতে গিয়ে বাংলার কথা বলে ফেলেছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এবং একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর না হওয়ার কথা তুলে তৃণমূল কংগ্রেসকে একহাত নেন তিনি। মন্তব্য করেন, শুধুমাত্র রাজনীতির কারণে বাংলার কৃষকরা আর বাসিন্দারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পায় না। 

কৃষি বিল নিয়ে কথা বলতে গিয়ে আন্দোলনকারীদের উদ্দেশেও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় বসুন এবং তাদের আন্দোলন প্রত্যাহার করুন। একই সঙ্গে বলেন, দেশকে বাঁচাতে হবে আন্দোলনজীবীদের থেকে, কারণ তারা আসলে পরজীবী। এর পাশাপাশি আজ রাজ্য সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গও। তাঁর কথায়, নেতাজির আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়া সকলে কর্তব্য কিন্তু তাঁকে সবাই ভুলে গেছে। যদিও বিরোধীদের বক্তব্য, বাংলার নির্বাচনী প্রেক্ষাপটকে মাথায় রেখেই নেতাজি সুভাষচন্দ্র বসুর উল্লেখ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fifteen =