পিএম কেয়ার্সের টাকায় অক্সিজেন প্লান্ট তৈরি হবে দেশের প্রতিটি জেলায়

পিএম কেয়ার্সের টাকায় অক্সিজেন প্লান্ট তৈরি হবে দেশের প্রতিটি জেলায়

b9d5407581c7c7bb293061a40c0fc743

নয়াদিল্লি: করোনাভাইরাস সংকটের মধ্যেই দেশজুড়ে অক্সিজেনের আকালের বিষয়টি সকলের সামনে চলে এসেছে। এই পরিস্থিতিতে বড়োসড়ো সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।‌ তিনি ট্যুইট করে জানিয়েছেন যে দেশের প্রতিটি জেলায় অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে যাতে হাসপাতালে কখনোই অক্সিজেনের আকাল না দেখা দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই অক্সিজেন প্লান্ট তৈরি হবে পিএম কেয়ার ফান্ডের টাকায়।

দেশজুড়ে যেভাবে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে তাতে চক্ষুচড়কগাছ। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই শুধুমাত্র অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে অনেক রোগীর। দেশের একাধিক রাজ্যের বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের আকাল ধরা পড়েছে এবং তার কারণে রোগী ভর্তি নেওয়া বন্ধ করে দিতে হচ্ছে তাদের। এই বিষয় নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের ব্যাপক সমালোচনা করেছে এবং দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকার সময়ে পেয়েও করোনা সংকট নিয়ে কোনোরকম পদক্ষেপ নেয়নি। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, দেশের প্রতিটি জেলায় অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে যাতে কোনভাবে অক্সিজেনের সমস্যা না হয়। হাসপাতাল ছাড়াও গোটা দেশে অক্সিজেন সমস্যার সমাধান করবে এই সিদ্ধান্ত। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দেশের অক্সিজেন সংকট মেটানোর জন্য বিরাট বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশজুড়ে অক্সিজেন প্লান্ট তৈরি হবে এবং সেই টাকা আসবে পিএম কেয়ার ফান্ড থেকে। জানা গিয়েছে এই প্রকল্পের সমস্ত দায়িত্ব স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক পেয়েছে। দেশজুড়ে ৫৫১ টি অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে বলে খবর।

 

ইতিমধ্যে দেশজুড়ে যে অক্সিজেনের সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র এবং দিল্লি। অন্যান্য রাজ্য যে খুব একটা ভালো অবস্থায় রয়েছে তা বলা একেবারেই যাবে না। তবে সংক্রমণের গতিতে সকলকে ছাপিয়ে গিয়েছে ওই দুই রাজ্য। ইতিমধ্যে মহারাষ্ট্রের অক্সিজেন সমস্যা মেটাতে ভারতীয় রেলের উদ্যোগে অক্সিজেন এক্সপ্রেস পৌঁছেছে সেখানে। তবে গোটা দেশের সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বলে জানানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *