দীপাবলীতে এয়ার স্ট্রাইকের স্মৃতিচারণ মোদীর, বললেন নারী শক্তির কথা

দীপাবলীতে এয়ার স্ট্রাইকের স্মৃতিচারণ মোদীর, বললেন নারী শক্তির কথা

শ্রীনগর: এর আগে বহুবার দীপাবলী উৎসবে সেনাবাহিনীর সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছরও তার ব্যতিক্রম নয়। এদিন কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে জওয়ানদের সঙ্গে দীপাবলী উদযাপন করেন তিনি। সেখানে একদিকে যেমন দেশের সুরক্ষার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ঠিক তেমনই পাকিস্তানের বিরুদ্ধে কড়া এয়ার স্ট্রাইকের স্মৃতিচারণ করেছেন তিনি। এর পাশাপাশি কালীপুজোর দিন দেশের নারী শক্তির কথা বলেন নরেন্দ্র মোদী।

আজ সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় পাকিস্তানের বিরুদ্ধে কড় ভারতের এয়ার স্ট্রাইক সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত শেষ জওয়ান ফিরে এসেছে ততক্ষণ পর্যন্ত তিনি সজাগ ছিলেন। তিনি নিজে সবটা খতিয়ে দেখেছিলেন। এই প্রসঙ্গে তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন যে তারাই ভারতমাতার আসল রক্ষাকবচ। মোদীর কথায়, সেনাবাহিনীর জন্যই দেশবাসী শান্তিতে ঘুমোতে পারে। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, এয়ারস্ট্রাইক হওয়ার পর বারংবার পাকিস্তান ভারতের ওপর হামলার চেষ্টা করেছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী তা রোধ করেছে এবং আগামী দিনেও করবে। প্রধানমন্ত্রীর আরো সংযোজন, গোটা দেশ সেনাবাহিনীর এয়ারস্ট্রাইক মনে রাখবে এবং তাদের অবদান কোনও দিন ভুলবে না। এদিকে তিনি সামরিক দিক দিয়ে ভারতের আত্মনির্ভর হওয়ার কথাও বলেছেন এদিন। দাবি করেছেন যে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত অন্যতম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পেতে পারে।

এছাড়াও, নারী শক্তি নিয়ে কথা বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, দেশের নিরাপত্তার ক্ষেত্রে নারীদের ভূমিকা অন্যতম গুরুত্বপূর্ণ এবং নতুন উচ্চতা ছুঁয়েছে। এখন আবার সেনা বাহিনীতে মহিলাদের জন্য আলাদা করে দরজা খুলে দেওয়া হয়েছে যা ভবিষ্যতে আরও উপকৃত করবে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =