নয়াদিল্লি: রাজধানীর সেনা হাসপাতাল থেকে রাজাজি মার্গের বাসভবনের পৌঁছল প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের মরদেহ৷ করোনার সমস্ত বিধি-নিষেধ মেনে প্রণব মুখোপাধ্যায়ের মরদেহ বহণ করেন পিপিই পরে থাকা বেশ কয়েকজন স্বাস্থকর্মী৷ মরদেহ বাসভবনে রাখার পর করোনা বিধি মাথায় রেখে শ্রদ্ধাজ্ঞাপনের পৃথক ব্যবস্থা করা হয়েছে৷ মরদেহের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি৷ বাসভবনের একপ্রান্তে প্রাক্তন রাষ্ট্রপতির ছবির সামনে ফুল-মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের ব্যবস্থা করা হয়েছে৷ আজ মাত্র দু’ঘণ্টার জন্য তাঁর বাসভবনে শায়িত থাকবে দেহ৷ তারপর হবে শেষকৃত্য৷
আজ প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানে ফুলের স্তবক দিয়ে মাথা নুইয়ে প্রণবকে শেষ শ্রদ্ধা জানান নমো৷ সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এছাড়াও সেনাবাহিনীর তরফেও জানানো হয় শেষ শ্রদ্ধা৷ একে একে উপস্থিত হন উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি৷ আজ প্রাক্তন রাষ্ট্রপতি কে শেষ শ্রদ্ধা জানাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে ফুলের স্তবক দিয়ে মাথা নুইয়ে প্রণবকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও সেনাবাহিনীর তরফেও জানানো হয় তাকে শেষ শ্রদ্ধা। একে একে উপস্থিত হন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ-সহ বিশিষ্টরা৷