আগামী ২৫ বছরের কথা ভেবে নয়া নীতি, বদলাবে দেশ, দাবি মোদীর

Vehicle scrappage policy নীতি আনল কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি: যানবাহন বাতিল নীতি  বা Vehicle Scrappage Policy চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই নীতি চালু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে, এই নীতি আগামী ২৫ বছরের কথা ভেবে এবং তা দেশের উন্নয়নের পথকে আরও সুগম করবে। এই প্রেক্ষিতে দেশের যুব সমাজকে তিনি এগিয়ে আসার বার্তা দিয়েছেন।

আরও পড়ুন- বৃষ্টি থামবে না এখনই, রাজ্যজুড়ে আরও দুর্ভোগের আশঙ্কা 

প্রধানমন্ত্রী এই নতুন নীতির কথা বলতে গিয়ে বলেন, ট্র্যাফিককে দূষণমুক্ত করাই এই নীতির মূল উদ্দেশ্য। এই নীতির কারণে রাস্তা থেকে পুরনো ও দূষণ সৃষ্টিকারি যানবাহনকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। ফলে দেশের প্রায় সব নাগরিকের জীবনে পরিবর্তন আসবে। তিনি এও জানান যে, এই নীতির কারণে শিল্প ক্ষেত্রেও পরিবর্তন আসবে, আবার দেশের অর্থনৈতিক উন্নতিতেও বড় ভূমিকা ভেবে এটি। আসলে এই নীতি দূষণ ছড়ানো গাড়িগুলিকে সরিয়ে দেশের পরিবেশকে আরও বিশুদ্ধ করে তুলবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন প্রশ্ন হচ্ছে দেশে এই ধরণের অনুপযুক্ত কত গাড়িয়ে রয়েছে, এই প্রশ্নের উত্তর কেন্দ্রের তরফে জানান হয়েছে, সারা দেশে রাস্তায় চলার অনুপযুক্ত প্রায় ১ কোটি যানবাহন রয়েছে, সেগুলি বিজ্ঞানসম্মতভাবে রাস্তা থেকে তুলে নেওয়া হবে ধীরে ধীরে। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 9 =