শ্রীনগর: বিগত কয়েক বছরে ভারত প্রতিরক্ষায় কতটা উন্নতি করেছে তা আরো একবার জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি দাবি করলেন যে আগামী দিনে ভারত অস্ত্র রফতানিকারক হিসেবে পরিচিতি পাবে। সেনাবাহিনীর সঙ্গে দীপাবলী উদযাপন করতে জম্মু-কাশ্মীরের নওশেরায় গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই প্রতিরক্ষা বিষয়ে এমন বার্তা দেন নরেন্দ্র মোদী। তাঁর স্পষ্ট বক্তব্য, অস্ত্রের ব্যাপারে খুব তাড়াতাড়ি আত্মনির্ভর হয়ে উঠবে দেশ এবং শীঘ্রই রফতানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।
এই মুহূর্তে বিশ্বের প্রথম অস্ত্র ক্রেতা দেশের প্রথম পাঁচের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথমে রয়েছে সৌদি আরব। অন্যদিকে অস্ত্র রফতানিতে প্রথম ৫ দেশ হল আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি এবং চিন। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপত্যকায় গিয়ে বলেন, খুব তাড়াতাড়ি এই চিত্র বদলাতে শুরু করবে কারণ গত এক বছরে দেশের অস্ত্র খাতে খরচের ৬৫ শতাংশ ব্যয় হয়েছে ভারতের তৈরি অস্ত্র কিনতে এবং এর ফলে দেশের অর্থনীতি উন্নত হয়েছে। তাই আগামী দিনে ভারত যদি অস্ত্র বানিয়ে তা অন্যান্য দেশে রফতানি করতে পারে তাহলে দেশের প্রকৃত লাভ হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। সেই প্রেক্ষিতেই তিনি সামরিক ক্ষেত্রে আত্মনির্ভরতার কথা উল্লেখ করেছেন।
#WATCH PM Narendra Modi pays tribute to soldiers who lost their lives in the line of duty, at Nowshera in Jammu and Kashmir pic.twitter.com/L5RRppPG3s
— ANI (@ANI) November 4, 2021
তিনি আরো বলেন, ভারত এখন নিজেই নিজের অস্ত্র বানাচ্ছে, আগের মতো আর সম্পূর্ণভাবে বিদেশের উপর নির্ভর করতে হচ্ছে না। এভাবেই চলতে থাকলে ভারত একদিন অন্যতম সফল অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে পরিচিতি পাবে। আর এইভাবে বিভিন্ন দেশে অস্ত্র পাঠাতে থাকলে ভারতের অর্থনৈতিক পরিস্থিতির বদল ঘটবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।