টিকার পাশাপাশি ওষুধ উৎপাদন বাড়ানো হয়েছে, পরিস্থিতি শোধরাবে, দাবি প্রধানমন্ত্রীর

টিকার পাশাপাশি ওষুধ উৎপাদন বাড়ানো হয়েছে, পরিস্থিতি শোধরাবে, দাবি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দেশবাসীকে আশ্বস্ত করতে চাইলেন করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে। তিনি দাবি করলেন, বিগত কয়েকদিনে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের পরিস্থিতি শোধরাবে আগামীতে। একইসঙ্গে দাবি করলেন, ভ্যাকসিনের পাশাপাশি ওষুধের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। তবে স্বীকার করে নিলেন যে ভারতের বিভিন্ন জায়গায় অক্সিজেনের সংকট রয়েছে।

এদিন মোদী বলেন, ইতিমধ্যেই দেশজুড়ে করোনাভাইরাস টিকার প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হচ্ছে এবং যাদের টিকা নেওয়া আবশ্যক তাদের প্রত্যেককে টিকা দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এর পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের যাতে অবহেলা না করা হয় সেই ব্যাপারেও নজর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সকল পরিযায়ী শ্রমিকরা ভ্যাকসিন পাবেন তাতে কোন সন্দেহ নেই। কিন্তু কেউ জানো আতঙ্কিত না হয় এমনটাই বার্তা প্রধানমন্ত্রীর। ‌ তিনি মন্তব্য করেছেন, তারা ঠিক সময়মতো ভ্যাকসিন পেয়ে যাবেন। ‌ একইসঙ্গে মোদী বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে সস্তা ভ্যাকসিন তৈরি করেছে আমাদের দেশ। টিকাকরণেও আমরাই এগিয়ে রয়েছি। ধাপে ধাপে সব রাজ্যগুলিকেও পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করা হবে। এদিকে অক্সিজেনের সঙ্কটের কথা স্বীকার করে তিনি বলেন, দেশের বেশ কিছু জায়গায় অক্সিজেনের সংকট দেখা যাচ্ছে। কিন্তু আমরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছি। দৃঢ় মনে এই সময়ের মোকাবিলা করতে হবে। ধৈর্য ধরতে হবে। 

তিনি আরও বলেন, দেশের কোল্ড চেইন ব্যবস্থা অনুকূলে রয়েছে এবং দেশের ওষুধ শিল্প দ্রুত ওষুধ তৈরি করছে তাই ভয় পাওয়ার কোন কারণ নেই। একইসঙ্গে সকলকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিনে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের পরিস্থিতি শোধরাবে এবং এর জন্য স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করছেন। মোদীর কথায়, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ তুফানের মত এসেছে, কিন্তু আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে এগোতে হবে। এছাড়া তিনি ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী এবং চিকিৎসা ক্ষেত্রে সঙ্গে যুক্ত সকল কর্মীদের সাধুবাদ জানান এবং অভিবাদন জানান। তিনি বলেন, গতবছর তারা যেভাবে নিজেদের প্রাণ বিপন্ন করে মানুষের সেবা করেছেন, ঠিক সেভাবেই এবারেও করছেন। সেই কারণে তাদের কুর্নিশ জানাতেই হবে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বার্তা, কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন দেশ কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *