‘ফের আসছে পিএম নরেন্দ্র মোদি, এবার কেউ আটকাতে পারবে না’

নয়াদিল্লি: ‘আবার আসছে পিএম নরেন্দ্র মোদি, এবার কেউ আটকাতে পারবে না।’ ২৩ মে লোকসভার ভোটগননার একদিন আগেই মোদির বায়োপিকের নতুন পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হল। মোদির চরিত্রে অভিনয় করা বিবেক ওবেরয় নিজেই এই পোস্টার ট্যুইটারে দিয়েছেন। ভারতে সব কাজ শঙ্খনাদেই শুরু হয়, তাই মোদির বায়োপিকের নতুন পোস্টারে দেখা যাচ্ছে তিনি শঙ্খে ফুঁ দিচ্ছেন। আর

3 stocks recomended

নয়াদিল্লি: ‘আবার আসছে পিএম নরেন্দ্র মোদি, এবার কেউ আটকাতে পারবে না।’ ২৩ মে লোকসভার ভোটগননার একদিন আগেই মোদির বায়োপিকের নতুন পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হল। মোদির চরিত্রে অভিনয় করা বিবেক ওবেরয় নিজেই এই পোস্টার ট্যুইটারে দিয়েছেন।

ভারতে সব কাজ শঙ্খনাদেই শুরু হয়, তাই মোদির বায়োপিকের নতুন পোস্টারে দেখা যাচ্ছে তিনি শঙ্খে ফুঁ দিচ্ছেন। আর ট্রেলারে একঝলকে চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদির সোনালি জার্নি তুলে ধরা হয়েছে। ছবিটিতে বিবেক ওবেরয় ছাড়াও অভিনয় করেছেন মনোজ যোশি, বরখা বিস্ত, বোমোন ইরানি। এই পোস্টার প্রকাশের পরই বিরোধীরা বিঁধতে শুরু করেছেন মোদিকে, তাদের বক্তব্য এখানেও অহংকার ফুটে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + four =