নয়াদিল্লি: টুইটারে বিশ্বের প্রভাবশালীদের তালিকায় নিজের পুরনো স্থান বজায় রাখতে পেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছরের মতো এই বছরেও তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি হেরেছেন আমেরিকান গায়ক টেইলর সুইফটের কাছে। কনজিউমার ইন্টেলিজেন্স সংস্থা ব্র্যান্ড ওয়াচ একটি বার্ষিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সেই তালিকাতেই বিশ্বের ৫০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে দেখা গিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা সচিন তেন্ডুলকর। তিনি আমেরিকান অভিনেতা ডোয়াইন জনসন, লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার থেকেও উপরে স্থান পেয়েছেন। অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে নরেন্দ্র মোদী ছাড়া প্রথম দশে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি রয়েছেন পঞ্চম স্থানে। এই সমস্ত প্কাশিত তালিকার মধ্যে খেলাধুলা এবং রাজনীতিবিদ ব্যক্তিত্বের সংখ্যা প্রায় ৬ শতাংশ। সবথেকে বেশি, ৫৪ শতাংশ রয়েছেন সঙ্গীত শিল্পীরা। এমনিতেই আন্তর্জাতিক স্তরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম প্রথম থেকেই জনপ্রিয় এবং চর্চিত। সেই চর্চায় যে এখনো পর্যন্ত কোনো খেদ পড়েনি তা এই তালিকা দেখলে আরও বেশী স্পষ্ট হয়ে যায়।
সম্প্রতি আবার, ভারতীয় ভিসা ছাড়া অন্যান্য দেশে প্রবেশের সংখ্যা বেড়েছে নরেন্দ্র মোদী জমানায়। সেই নিয়ে আলাদা করে প্রচার করেছে ভারতীয় জনতা পার্টি শিবির। পাশাপাশি দাবি করা হয়েছিল যে ভারতীয় পাসপোর্টের গুরুত্ব নরেন্দ্র মোদী জমানায় আগের থেকে অনেক বেড়েছে। কিন্তু রিপোর্ট বলছে বিজেপি সরকারের আমলে ভারতীয় পাসপোর্টের র্যাঙ্কিং আগের থেকে কমে গিয়েছে অনেকটাই।