করোনা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশবাসীর লড়াইকে সেলাম মোদীর, দিলেন পাশে থাকার বার্তা

করোনা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশবাসীর লড়াইকে সেলাম মোদীর, দিলেন পাশে থাকার বার্তা

নয়াদিল্লি: করোনার সঙ্গে লড়ছে গোটা দেশ৷ এরই মধ্য ওডিশা ও বাংলার বুক দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড়৷ যশের দাপটে ব্যাপক ক্ষতি হয়েছে বাংলার৷ কিছুদিন আগে আবার পশ্চিম উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় তওতে৷ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসে ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষদের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

আরও পড়ুন- মায়াবতীকে নিয়ে অপত্তিকর মন্তব্য, রাষ্ট্রপঞ্জ থেকে অপসারিত রণদীপ

প্রসঙ্গত, প্রতি মাসের শেষ রবিবার দেশের মানুষের উদ্দেশে রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে বার্তা পৌঁছে দেন নমো৷ এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসে তিনি বলেন, দেশের পূর্ব ও পশ্চিম উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়৷ হাজার হাজার মানুষ স্বজন হারা৷ তাঁদের প্রতি সমব্যথী কেন্দ্র৷ জানান, পরিবার হারানো মানুষদের নিয়ে সর্বদাই চিন্তিত তিনি৷ 

এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে নমো বলেন, যে ভাবে ঘূর্ণিঝড়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে আক্রান্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কেন্দ্র৷ সাধারণ মানুষও উদ্যমের সঙ্গে কাজ করে চলেছে৷ স্বাভাবিত জীবনে ফেরার লাড়াই চালাচ্ছে তাঁরা৷ তিনি বলেন, অনেকে কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন৷ করোনা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় দেশের মানুষ যে ভাবে কাজ করে চলেছে তাতে সেলামও জানান প্রধানমন্ত্রী৷ 

এদিন নমো বলেন, করোনার বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করছে৷ চিকিৎসক, নার্স সকলে মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন৷ সেনাবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করছে৷ অক্সিজেন প্ল্যান্ট গড়ে তোলা হয়েছে৷ মেডিক্যাল অক্সিজেনের উৎপাদন ১০ গুণ বৃদ্ধি পেয়েছে৷ পাশাপাশি দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষেও দেশবাসীকে অভিনন্দন জানান মোদী৷      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − twelve =