আটকে পড়া ভারতীয়দের দ্রুত ফেরাতে হবে! আফগানিস্তান ইস্যুতে কড়া নির্দেশ মোদীর

আটকে পড়া ভারতীয়দের দ্রুত ফেরাতে হবে! আফগানিস্তান ইস্যুতে কড়া নির্দেশ মোদীর

c8f7c3ccb9a7ed14f7822015ffadfafb

নয়াদিল্লি: আফগানিস্তান দখল করেছে তালিবান প্রায় দুই সপ্তাহ হতে চলল এবং আজ মার্কিন সেনাবাহিনীও সেখান থেকে চলে গিয়েছে। এই অবস্থায় সেখানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগের শেষ নেই। এই পরিপ্রেক্ষিতেই উচ্চক্ষমতাসম্পন্ন গোষ্ঠীকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানের আটকে পড়া ভারতীয়দের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি এবং একইসঙ্গে আফগানিস্তানের বাসিন্দা যারা ভারতে আসতে চান তাদের দেশে আনার পক্ষেও জোর দিয়েছেন তিনি। এই প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কমিটিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- নিম্নমুখী মৃত্যু, কোভিড আবহে কেরল-মহারাষ্ট্র মূল চিন্তা দেশের

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিগত কয়েক দিন ধরেই আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণে বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ একাধিক আধিকারিক নিয়ে গঠিত হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি। সেই কমিটিকেই আজ এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানা যাচ্ছে। এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রধানমন্ত্রী আফগানিস্থানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফেরানো এবং আফগান নাগরিক, মূলত যারা সংখ্যালঘু তাদের ভারতের ফিরিয়ে আনার কাজে যোগ দিতে বলেছেন। একই সঙ্গে তিনি এই নির্দেশ দিয়েছেন যে আফগানিস্তানের মাটিতে ভারত বিরোধী জানা কোন কাজ না হয় সেদিকেও নজর রাখতে হবে। আসলে মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ায় ভারত সহ একাধিক দেশের উদ্বেগ বেড়েছে কারণ এখন আফগানিস্তান পুরোপুরি তালিবানদের মুক্তাঞ্চল। 

তালিবানের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, অন্যান্য দেশে যারা আফগানিস্তানের তালিবানদের সরানোর চেষ্টা করছে তাদের কাছে আমেরিকার এই হেরে যাওয়া একটা শিক্ষা। তবে আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখতে চায় বলেই দাবি করছে তালিবান। এই প্রেক্ষিতেই তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মন্তব্য করে বলে, আফগানবাসীদের শুভেচ্ছা কারণ এই জয় সকলের। যদিও আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে আমেরিকার সেনা ৭৩ টি হেলিকপ্টার নিষ্ক্রিয় করে দিয়েছে যাতে তালিবান সেগুলি একটাও ব্যবহার না করতে পারে। তবে ইতিমধ্যেই কাবুল বিমানবন্দরে প্রায় দখল করে নিয়েছে তালিবান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *