পুদুচেরি: অভিনেতা এবং অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সামান্য নেতা থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, অনেকবারই এইরকম ঘটনা ঘটেছে যেখানে তারা খুনের হুমকি পেয়েছেন। এবার সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে খুন করতে চেয়ে ফেসবুক পোস্টে আবেদন করল পুদুচেরির এক ব্যবসায়ী! ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাকে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ৫ কোটি টাকা পেলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করতে রাজি, এইরকম একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন পুদুচেরির আর্যকুপ্পম গ্রামের এক ব্যবসায়ী সত্যানন্দম। অল্প সময়ের মধ্যেই তার ওই সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১), ৫০২(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। আপাতত ওই ব্যবসায়ীকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আসলে, ওই ব্যবসায়ীর ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যাবার পর এক গাড়ি চালকের নজরে আসে সেটি। তিনি সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। তারপর ফেসবুক অ্যাকাউন্ট ট্রেস করে ওই ব্যবসায়ীকে খুঁজে পায় পুলিশ।
এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের খুনের হুমকি পেয়েছেন। পাশাপাশি পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। নাগরিকত্ব আইন এবং নাগরিক পঞ্জির প্রতিবাদে যখন গোটা দেশ সরব হয়েছিল তখন তাদের দুজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দুজনেরই নিরাপত্তা আরো জোরদার করা হয়। কিন্তু এই খুনের হুমকির ঘটনা যেন কমানো যাচ্ছে না। ফাইল ছবি