‘আরও শক্তিশালী হলে ফিরে এস..’ ভিনেশের স্বপ্নভঙ্গে আশাহত প্রধানমন্ত্রীও

নয়াদিল্লি: ভিনেশ ফোগাটের হাত ধরে সোনার স্বপ্ন দেখেছিল ভারত৷ কিন্তু প্যারিসে হল স্বপ্নভঙ্গ। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির ফাইনাল থেকে…

নয়াদিল্লি: ভিনেশ ফোগাটের হাত ধরে সোনার স্বপ্ন দেখেছিল ভারত৷ কিন্তু প্যারিসে হল স্বপ্নভঙ্গ। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির ফাইনাল থেকে বাদ দিয়ে দেওয়া হল ভিনেশকে৷  অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে এই ঘোষণা করার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী। কুস্তিগিরের মনোবল বাড়াতে পাশে থাকার বার্তাও দেন তিনি৷

 

প্রধানমন্ত্রী লিখেছেন, “ভিনেশ, তুমি চ্যাম্পিয়নেরও চ্যাম্পিয়ন! তুমি দেশের গর্ব৷ প্রতিটি ভারতীয়ের কাছে অনুপ্রেরণা। আজকের এই ধাক্কাটা বেদনাদায়ক। আমি কী অনুভব করছি, তা যদি শব্দে বোঝাতে পারতাম..” তিনি আরও লিখেছেন, “আমি এটাও জানি যে, তুমি সহনশীলতার প্রতীক। তুমি চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত৷ আরও শক্তিশালী হয়ে ফিরে আসো! আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করছি।”